আর কেনই বা বাবা কে ভালবাসবেন৷

Comments · 787 Views

বাবা ৫০০ টাকা লাগবে?
বাবাঃ কেনো?
-হাতখরচের জন্য।।
পকেট থেকে বের করে দিলো!!
কিছু দিন পর............. ....
-বাবা ৩৫০ টাক

আর কেনই বা বাবা কে ভালবাসবেন৷ বাবা ৫০০ টাকা লাগবে? বাবাঃ কেনো? -হাতখরচের জন্য।। পকেট থেকে বের করে দিলো!! কিছু দিন পর............. .... -বাবা ৩৫০ টাকা লাগবে! বাবাঃ কেনো? -নেট রিচার্জ করব। পকেট থেকে বের করে দিলো!! আবার........... .. -বাবা টাকা লাগবে। বাবাঃ কেনো? -বন্ধুরা সবাই পিকনিক করবো বাবাঃ নিস পরে।। -না না!! এখনই দাও পকেট হাতড়ে কিছু টাকা পেলো এবং দিলো।। -বাবা বই কিনতে হবে, টাকা দাও। বাবাঃ (খুশি হয়ে) কতো লাগবে? -২০০০ টাকা, বাড়িয়ে বললাম (বাকিটা আমার) মধ্যবিত্ত ঘরের ছেলে আমি। আমাদের এতো চাহিদা থাকতে নেই, তবুও তৈরী হয়ে যায় আর এই সব চাহিদা পূরন করছে একা মানুষটি, আমার বাবা। এমন অনেকবার হয়েছে বাড়ি ঢুকছি, তখন বাবা- মা কথা বলছে........... মা "ছেলেটার বই কিনে দিতে হবে, আবার তোমার ডাক্তার!" বাবা দ্বিধা ছাড়াই আমার বই আগে কিনতে বলে!!। ঈদের মার্কেট করার সময় মা, বাবাকে কিছু নিতে বলে। নেয় না, শুধু বলেঃ আমার তো জামা আছে, এইটা দিয়েই চলে যাবে। (যদি আমাদের জামা- কাপড় কিনতে টাকার শর্ট পরে) এতো কিছুর পরও মাঝেমাঝে খারাপ ব্যাবহার করে ফেলি! বুঝতে পারি পরে, আসলেই বড় ভুল করে ফেলি। "মাথার উপর একটা বটগাছ আছে তো তাই বুঝি না! যাদের নেই তারা কষ্টটা কি বোঝে। লোকে খালি মাকে নিয়ে পোষ্ট দেয় কারণ মা জন্ম দিয়েছে বলে,কিন্তু একবারও ভেবে দেখে না যে ,জীবনে বাবার ভুমিকা কতটা! জন্ম দেওয়ার পিছনে থেকে বড় হওয়া পর্যন্ত! একটা দেশলাই বাক্সের গায়ে লাগানো বারুদ আর ভিতরে থাকা কাঠি যেমন উভয় উভয়ের উপর নির্ভর করে। তেমনি বাবা মা কেউ কোনও অংশে কারও থেকে কম নয়।

Comments
Md Rakib Khalifa 7 yrs

Very good. Thank you for the post...!!!

 
 

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন