এসএসসির ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক

Comments · 553 Views

এসএসসির ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক

জামালপুরের মেলান্দহ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে মো. ওয়াজ কুরুনী প্রান্ত (১৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার রেখিরপাড়া থেকে তাকে আটক করা হয়। ওই যুবক রেখিরপাড়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারি করছে র‌্যাব। এরই অংশ হিসেবে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকি করে ভুয়া প্রশ্নপত্র আদান-প্রদান চক্রের এক সদস্যকে শনাক্ত করতে সক্ষম হয়। 

এর সূত্র ধরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাবের আভিযানিক দলটি বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার মেলান্দহ উপজেলার রেখিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের প্রতারক চক্রের সদস্য মো. ওয়াজ কুরুনী প্রান্তকে আটক করা হয়।

র‌্যাব সূত্র আরো জানায়, গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে জেলার মেলান্দহ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন