ইসলাম বলে দাড়ি রাখ, বিজ্ঞান বলে দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার, ফুস্ফুসের ইনফেকশন এমনকি মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস নামের ভয়ংকর একটি জীবাণু, যার কারণে প্রতি বছর বহু মানুষের মৃত্যু ঘটে।
ইসলাম বলে লাইট নিভিয়ে ডানদিকে কাত হয়ে ঘুমাতে, আর বিজ্ঞান বলে ডান দিকে কাত হয়ে ঘুমালে হার্ট সবচেয়ে ভালোভাবে পুরো শরীরে রক্ত পাস করতে পারে আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের এনাটমি রস শরিরে প্রবেশ করতে পারে না যার ফলে
ক্যান্সার হওয়ার খুব সম্ভবনা থাকে।
মুহাম্মদ (সাঃ) বলেছেন্, ” ভ্রুপ্লাগকারীর উপর আল্লাহর লানত (বুখারীঃ৫৫১৫) বিজ্ঞান বলে, ভ্রু হল চোখের হিফাজতের জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রুপ্লাগকারী পাগল অথবা মৃত্যুবরন করতে পারে।
ইসলাম বলে পুরুষের প্যান্ট টাখনুর উপর পরতে, বিজ্ঞান বলে টাখনু ঢেকে রাখে তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবংবিভিন্ন রোগে আক্রান্ত হবে।
ইসলাম বলে মদ পান হারাম, আর বিজ্ঞান বলে মদ
পানে লিভার নষ্ট, সামাজিক অশান্তি সৃষ্টি এবং মৃত্যু
ঘটাতে পারে।
ইসলাম বলে শুকরের মাংস হারাম, আর বিজ্ঞান বলে শুকরের মাংস লিভার, হার্ট, ব্রেনসহ যেকোন অংশ ধ্বংস এমনকি অধিক মেদ বৃদ্ধি পায়।
ইসলাম বলে পশু জবেহ করে খেতে, আর বিজ্ঞান বলে জবেহ করা পশুর মাংস অন্য যেকোন ভাবে হত্যা করা পশুর মাংস থেকে নিরাপদ।
ইসলাম বলে যেনা হারাম, আর বিজ্ঞান বলে বিবাহবহির্ভূত দৈহিক সম্পর্ক এইডস এর ঝুঁকি বৃদ্ধি এবং দাম্পত্য জীবনে অশান্তি সূষ্টি করে।
মুলত, আমরা ততটুকুই জানি যতটুকু আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছেন। আমরা যা জানি না, আল্লাহতালা তা জানেন। আর আমরা যা বুঝি না, আল্লাহ তালা তা বোঝেন। সুতরাং আধুনিকতা বা বিজ্ঞানের নামে ইসলাম থেকে দূরে সরে গেলে একসময় হয়তো নিজেকে আবিষ্কার করব ভুল পথে আছি। বিজ্ঞান ভুল হতে পারে কিন্তু ইসলামের একটা শব্দ পর্যন্ত ভুল হতে পারেনা।
আল্লাহ আমাদের বুজার এবং সটিক আমল করার তৌফিক দিন
collected..........
Buscar
entradas populares
-
বউ শাশুড়ীর একটি শিক্ষনীয় গল্প
-
কুরআন বড় নাকি রাসুল (সা)
-
কাজী নজরুলের চার বছরের সন্তানের মৃত্যুর করুন কাহিনী
Por Samia Shejuti -
Exploring Generative AI in Software Development: Opportunities & Risks
Por kanhasoft llp -
Probiotics Market Size, Share, Development, Trends, Segments and Forecast 2033
Por Univ Datos
Categorías






Muhammad Rakibul Islam 7 años
এটার টাইটেল দেন ''বিজ্ঞান বলে সর্ব শ্রেষ্ঠ ধর্ম ইসলাম''