প্রশ্নপত্র ফাঁসের দায়ে এক শিক্ষার্থী আটক

Comments · 965 Views

গজারিয়ায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে এক শিক্ষার্থী আটক

গজারিয়ায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে এক শিক্ষার্থী আটক.

গজারিয়া (মুন্সীগঞ্জ) মুন্সীগঞ্জের গজারিয়ায় আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের গুজব রটানোর দায়ে মো: দিদার হোসেন শুভ(১৬) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব ১১। শুভ গজারিয়া উপজেলার টেংঙ্গারচর ইউনিয়েনের উত্তর শাহপুর এলাকার মো: মোসলেম মিয়ার ছেলে এবং বৈদ্যারগাঁও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
র‌্যাব ১১ এর উপ পরিদর্শক বাবলু চন্দ্র পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জৈনক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে আসন্ন এসএসসি পরীক্ষার (ভুয়া) প্রশ্নপত্র দেয়ার নাম করে বিভিন্ন শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেয়া হচ্ছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে উপজেলার উত্তর শাহপুর এলাকার প্রফেসর (অবঃ) মো: আবু ইউসুফ এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে একটি লাভা মোবাইল ফোন ও কিছু ভ’য়া প্রশ্নপত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাৎসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ গজারিয়া থানায় হস্থান্তর করা হয়েছে।
এবিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টায় নারায়নগঞ্জ র‌্যাব ১১ বাদী হয়ে কিছু ভ’য়া প্রশ্নপত্রসহ অভিযোগ দায়ের করে একজনকে থানায় বুঝিয়ে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪/৯/১৩ ধারাসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধনী) আইন, ২০১৩এর ৫৭(২)/৬৬(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Comments
yousuf ahmed 6 yrs

Fine

 
 

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন