অস্কার-দৌড়ে এগিয়ে যাচ্ছে ‘ব্ল্যাক প্যান্থার’?

Comments · 1138 Views

অস্কার-দৌড়ে এগিয়ে যাচ্ছে ‘ব্ল্যাক প্যান্থার’?

বছরের শুরু থেকে পশ্চিমা সিনেজগৎ অস্কার আয়োজনকে সামনে রেখে নানা ধরনের হিসাব মেলানো শুরু করে দেয়। হিসাবের শুরুটা হয় গোল্ডেন গ্লোব পুরস্কার থেকে। এরপর অস্কার মনোনয়নে গিয়ে সেই দৌড়ের গতি বেড়ে যায়। এ বছরও শুরু হয়ে গেছে অস্কার-দৌড়। মনোনয়ন পর্বে হলিউড ছবি ব্ল্যাক প্যান্থার তাক লাগিয়ে দিয়েছে। পেয়েছে সাতটি মনোনয়ন। এবার স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডে গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে অস্কার-দৌড়ে নিজেদের আরেকটু এগিয়ে নিল ব্ল্যাক প্যান্থার।

গত রোববার রাতে (বাংলাদেশ সময় গতকাল সোমবার সকালে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রিন অডিটরিয়ামে বসে ২৫ তম স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডের আসর। এই আসরে সন্ধ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ ‘আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই আ কাস্ট ইন মোশন পিকচার’ (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে শিল্পীদের অসামান্য পরিবেশনা)–এ পুরস্কার জিতেছে ছবিটি। তা ছাড়া ‘আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই আ স্টান্ট অনসাম্বল ইন আ মোশন পিকচার’ (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অ্যাকশনে অসামান্য অবদান) বিভাগেও পুরস্কার জিতেছে ছবিটি।

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন