‘১০ বছরে বাংলাদেশ আমেরিকার চেয়ে ভালো হবে’

Comments · 595 Views

১০ বছরে বাংলাদেশ আমেরিকার চেয়ে ভালো হবে

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ‘১০ বছর পর আমাদের দেশের অবস্থা আমেরিকার চেয়ে ভালো হবে। আমরা উন্নয়নের পথেই আছি। এটা ধরে রাখতে হবে।’ আজ সোমবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশি দিবসের এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্কলার বাংলাদেশ ও এনআরবি ফাউন্ডেশন ওই অনুষ্ঠানের আয়োজন করে।

ইমরান আহমেদ বলেন, ‘আমাদের দেশে প্রবাসী শ্রমিকেরা বেশি অবদান রাখেন। যাঁরা বিদেশে ব্যবসা করেন, বাড়ি-গাড়ি কিনেছেন, তাঁদের অবদান শ্রমিকদের তুলনায় কম। এ দেশ আমাদের, তাই আমাদেরই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

প্রবাসীদের সমস্যার সমাধানে নিজের আন্তরিক চেষ্টার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আপনাদের সমস্যা নিয়ে আপনারা অফিসে আসুন। কথা বলে আপনাদের সব সমস্যার সমাধান করা হবে।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘উন্নয়নের মহাসড়কে যে যাত্রা আমরা শুরু করেছি তাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করা হচ্ছে। আমাদের দেশের অনেকে বিদেশে রাজনৈতিক অঙ্গনে ভালো করছেন। তাঁরা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারেন।’ তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘গত ১০ বছরে দেশ স্থিতিশীল রয়েছে। এখানে হরতাল নেই, ধর্মঘট নেই। শিক্ষার্থীরা শান্তিতে পড়াশোনা করছে। সেশনজট নেই। এই সময়ে দেশে বিনিয়োগের সুযোগ বেড়েছে। প্রবাসীরা এই সুযোগ কাজে লাগিয়ে এখানে বিনিয়োগ করতে পারেন।’

বিভিন্ন দূতাবাসের মিশনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন তথ্য দিয়ে ডেটাবেইস তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যাঁরা দেশের বাইরে আছেন, তাঁরা মিশনে গিয়ে আপনাদের পেশাগত তথ্য দেবেন। এতে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের সুবিধা হবে। আপনাদের কাছে আমরা সহজে পৌঁছাতে পারব।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কলার বাংলাদেশ ও এনআরবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম আই চৌধুরী শামীম ও সভাপতিত্ব করেন দিলারা এ খান। অনুষ্ঠানে প্রবাসী চিকিৎসক জিয়া উদ্দিন আহমেদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন