অনালাইনের মাধ্যমে কেনা কাটায় ১৫% - ৫০% পর্যন্ত ছাড় !

Yorumlar · 485 Görüntüler

অনালাইনের মাধ্যমে কেনা কাটায় ১৫% -৫০% পর্যন্ত ছাড় দিচ্ছে পোশাক ও আনুষঙ্গ প্রতিষ্ঠান কান্ট্রি বয় লাইফস্টাইল ।

 

অনালাইনের  মাধ্যমে কেনা কাটায় ১৫%-৫০% পর্যন্ত ছাড় দিচ্ছে দেশের শীর্ষ স্থানীয় পোশাক  ও অন্যান্য  আনুষঙ্গ প্রতিষ্ঠান  কান্ট্রি বয় লাইফস্টাইল। যাবতীয় সব গ্রীষ্ম কালিন  পোশাক সহ ছাড়ের মধ্যে পাওয়া যাচ্ছে ছেলে, মেয়ে, বয়েস্ক পুরুষ ও মহিলা, এবং বাচ্চাদের পোশাক সামগ্রী । 

কান্টি বয় থেকে জানা যায়  শার্ট ও শীতের জ্যাকেট হুডিসহ ক্যাজুয়াল ব্লেজার, ডেনিম, জিন্স ও কার্গো প্যান্টের পাশাপাশি ছাড়ে পাওয়া যাচ্ছে নিয়মিত, সেমি লং ও শর্ট পাঞ্জাবি, বিভিন্ন ধরণের পায়জামা, টি-শার্ট, ট্রাউজার, ফরমাল শার্ট-প্যান্ট এবং বক্সার। এছাড়া রয়েছে নারীদের জন্য সব আকর্ষণীয় পোশাক, ব্যাগ, নামি দামি ব্রান্ডের  কসমেটিক্স  সামগ্রী।

দেশের যেকোন প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে এর মাধ্যমে  Country Boy এর ওয়েব সাইটে অর্ডার করতে পারবেন। সাথে আছে পন্য হাতে পেয়ে মুল্য পরিশোধ করার সুযোগ পাশাপাশি কান্ট্রি বয়ের সকল শো রুম থেকে প্রোডাক্ট দেখে কেনার  সুযোগ।

 কান্টি বয়ের শোরুম রয়েছে দেশের অনেক যায়গায় এর মধ্যে ঢাকার খিলাগাও, মিরপুর, উত্তরা, যমুনা ফিউচার পার্ক, এবং বসুন্ধরা সিটি শপিংমলসহ কান্টি বয়ের আউটলেট রয়েছে নারায়ণগঞ্জ ও সিলেটে।

boy fashion shirt collection kabli dress kabli panjabi punjabi collection polo shirt

Yorumlar

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন