Benefits of Lemon : রক্তচাপ নিয়ন্ত্রণে আনা থেকে হজম ক্ষমতা বাড়ানো, অনেক গুণ রয়েছে লেবুর

Comentarios · 652 Puntos de vista

গরম জলে লেবুর রস মিশিয়ে পান করলে হজম ক্ষমতা বাড়ে

নিয়মিত লেবু খেলে শরীরের ওজন কমে, মশার কামড় থেকে যে চুলকানি বা জ্বালা হয়, তা কমাতে লেবু সাহায্য করে। কটন ব্যবহার করে মশা কামড়ানোর জায়গায় লেবুর রস প্রয়োগ করলে চুলকানি বা জ্বালা কমে, ভিটামিন ছাড়াও, লেবুতে খনিজ আছে। যার জোরে শক্তি বাড়ে, শরীরে দৈনন্দিন ভিটামিন সি-র প্রয়োজন মেটায় লেবু, লেবুতে রয়েছে ক্ষার। তাই অ্যাসিডিটি বা অম্লতা কমাতে সাহায্য করে, চামড়ার ক্ষত সারাতে সাহায্য করতে পারে লেবুর জুস, লেবুর রস কালো দাগ মেটাতে সাহায্য করে, মাথায় আধখানা লেবুর রস প্রয়োগ করুন। মিনিট পাঁচেক মাসাজ করুন। আরও ১০ মিনিট ছেড়ে রাখুন। পরে শ্যাম্পু দিয়ে ধীরে ধীরে ধুয়ে ফেলুন। চুলে চকচকে ভাব আসবে।

Comentarios

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন