কবিতা

Комментарии · 281 Просмотры

আজ এই বর্ষার বিকেল কি দারুণ সুন্দর
যেমন সুন্দর ছিলে তুমি আর তোমাকে চাওয়ার আকুতি
এই বিকেলে ঝিরঝির বাতাসে, দ?

এই বর্ষার বিকেল

আজ এই বর্ষার বিকেল কি দারুণ সুন্দর
যেমন সুন্দর ছিলে তুমি আর তোমাকে চাওয়ার আকুতি
এই বিকেলে ঝিরঝির বাতাসে, দোলিত প্রতিটি কাশফুল গাছ
ও তার গা বেয়ে ঝরে পড়া জল
তোমার মতোই সুন্দর ও চমৎকৃত

এই বিকেলে দখিনা প্রান্তর জুড়ে রক্তিম আকাশ
নিরন্তর প্রবাহিত বাতাস
নীল প্রান্তরে উড়ে যাওয়া শেষ গাংচিল
আর বিস্তৃত অনিমেষ সভ্যতা
সব তোমার মতোই সুন্দর ও চমৎকৃত

আজ এই ঝরে পড়া কদমের পাপড়ি,
বৃষ্টি হয়ে ঝরতে না পারা অস্বচ্ছ শ্রাবণ মেঘ,
ধারণক্ষমতাহীন এক বিশাল নদীর জলরাশি
ও জাল ফেলা রুক্ষ জেলের চাহনি
তোমার মতোই সুন্দর ও কি দারুণ চমৎকৃত

এই আকাশ, এই মেঘ,
এই সবুজের রঙে ফ্যাকাসে নিলান্তর,
এই অশ্রু আর মুঠোফোনে বেজে চলা অনিকেত প্রান্তর মহাকাব্যের বাঁশীর সুর
আর এক রাশ বিষাদগ্রস্ত হাহাকার
তোমার কথা মনে করিয়ে দিচ্ছে বারবার

তুমি ছিলে আমার নিঃশব্দের শূন্য আর্তনাদ
ছিলে বৃষ্টির প্রতিটি ফোটায় জড়ানো পবিত্রতা
তুমি আমার অব্যক্ত হাহাকার
ছিলে দিগন্ত প্রান্তর ভেদ করা অপ্রাপ্তির চিৎকার

Комментарии

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন