★★★ হে অবুঝ বালক, বোকাদের মতো অতীতকে নিয়ে চিন্তা না করে,শুধুমাত্র অতীত থেকে শিক্ষা গ্রহণ করো।আর আগামী দিনের আশায় না থেকে বর্তমান সময়কে কাজে লাগাও।কেননা,অতীত তোমাকে কিছুই দিবে না,শুধুমাত্র কষ্ট বাদে।আর আগামী দিন তোমার জন্য নাও আসতে পারে।তাই তোমার প্রতি আমার আন্তরিক অনুরোধ রইল,যা করার এখন থেকেই শুরু করো।
★★★ হে অবুঝ বালক,মেয়েদের দিকে তাকানো বাদ দাও,কথা বলা বন্ধ করো আর তাদের নিয়ে চিন্তা ভাবনা করা বাদ দাও।এগুলো মেনে নিতে তোমার অনেক কষ্ট হবে।তোমার মন সবমসময় খারাপ দিকে টানবে।তুমি ধৈর্যের সাথে তোমার নফসের সাথে মোকাবিলা করে যাবে।একসময় তুমি খেয়াল করে দেখবে,তোমার কাছে সবকিছু একদম পানির মতো সহজ হয়ে গেছে।
★★★ হে অবুঝ বালক, তুমি পৃথিবীর সব মানুষদের দেখে ভয় পেয়ো না।যদি একমাত্র কাউকে ভয় পেতে চাও,তাহলে এই মানুষদের সৃষ্টিকারী মহান আল্লাহকে ভয় পাও।কারণ মানুষ তোমার ভালো করতে পারবে না,আবার ক্ষতিও করতে পারবে না।তবে যতটুকু তোমার তকদীরে লেখা থাকবে,ঠিক ততটুক তোমার লাভ ক্ষতি হবে।ভালো মন্দ সবকিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে।





