তেতুলের চাটনি

Comments · 315 Views

উপকরণ: ১০০ গ্রাম তেঁতুলের মাড়, এক কাপ গুড়, এক টেবিল চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া, স্বাদমতো লবণ।

প্রণালী: তেঁতুলের মাড় তৈরির জন্য পানিতে তেঁতুল ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টার জন্য। এরপর হাতের সাহায্যে চটকে তেঁতুলের মাড় তৈরি করে নিন। একটি পাত্রে তেঁতুলের মাড়, গুড় ও সামান্য পানি একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। মিশ্রণে বলক আসলে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ নাড়ুন। এতে করে মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে আসবে। এবারে এতে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। স্বাদের পছন্দ অনুযায়ী এতে মরিচ গুঁড়া ও গুঁড় দিতে পারেন। ঝাল বেশি খেতে চাইলে মরিচ গুঁড়া দিন, আর মিষ্টি পছন্দ হলে গুড় যোগ করুন। সব মশলা মিশে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু তেঁতুলের চাটনি। এবার এই ঠাণ্ডা তেঁতুলের চাটনি কাঁচের পাত্রে ঢেলে সংরক্ষণ করুন।

 
Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন