(কৌতুক) হাঁসতে নেই মানা

التعليقات · 689 الآراء

মানুষের ভাল গুণগুলোর একটি বিশেষ গুণ হলো হৃদয়ে হাজারো কষ্ট থাকা অবস্থায় মুখে সহজভাবে হাঁসে আর কাউকে সে বুঝতে দ?

মজার মজার কৌতুক

মনের না বলতে পারা কষ্টগুলো মানুষকে ব্যথা দেয় বেশি।
মানুষের ভাল গুণগুলোর একটি বিশেষ গুণ হলো হৃদয়ে হাজারো কষ্ট থাকা অবস্থায় মুখে সহজভাবে হাঁসে আর কাউকে সে বুঝতে দেয় না তার অন্তরের ব্যথা।
তাই মনের কষ্টকে কিছু সময়ের জন্য বিদায় জানিয়ে একটু হেঁসে নিতে কে না চায়?
আসুন একটু মন খোলে হাঁসি। কারণ আমাদের হাঁসির প্রয়োজন আছে।
 

এক

স্বামী : আমার খুব ক্ষুধা পেয়েছে।
স্ত্রী : আমি আজকে ভীষণ অসুস্থ।
স্বামী : তাই নাকি! আমি আরও ভাবলাম, তোমাকে নিয়ে আজ কেএফসিতে বার্গার খাবো।
স্ত্রী : আরে বোকা, আমি তো দুষ্টুমি করছিলাম।
স্বামী : আরে পাগলি, তুমি কী মনে করেছো? আমি দুষ্টুমি করতে জানি না? যাও জলদি রুটি বানিয়ে ফেলো।

দুই

স্বামী : আমি তোমাকে ভালবাসি।
স্ত্রী : আমিও তোমাকে ভালবাসি। আমি তোমাকে এতো ভালবাসি যে, তোমার জন্য পুরা দুনিয়ার সাথে লড়াই করতে পারি!
স্বামী : কিন্তু তুমি তো সারাক্ষণ আমার সঙ্গেই লড়াই করতে ব্যস্ত।
স্ত্রী : কারণ, আমার কাছে তুমিই হচ্ছে আমার পুরো দুনিয়া! Read More
 

আরো বেশি বেশি জানতে চাইলে

ভিজিট করে আসতে পারেন

https://www.tkincome.com

 

التعليقات

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন