আজ আমরা জানবো হ্যান্ড স্যানিটাইজার সম্পর্কে।
হ্যান্ড স্যানিটাইজার কি?
হ্যান্ড স্যানিটাইজার হলো একটি তরল বা জেল জাতীয় পদার্থ যা সাধারণত হাতে, রোগ সংক্রামক জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয়।
হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের উপকারিতা কি?
কিছু স্বাস্থ্যসেবা পরিবেশে বেশিরভাগ পরিস্থিতিতে সাবান এবং জল দিয়ে হাত ধৌত করার চাইতে অ্যালকোহল মিশ্রিত বস্তু ব্যবহার অধিক ভাল। এটি সাধারণত জীবাণু মারবার ক্ষেত্রে আরও অধিক কার্যকর এবং সাবান ও জলের চেয়ে ত্বকের জন্য ভাল সহনশীল হয়ে থাকে।
বর্তমানে এটি এত জনপ্রিয় কেন?
কোভিড ১৯ আতঙ্ক গ্রাস করেছে সারা দুনিয়াকে। রাস্তাঘাট জনমানবশূন্য। এমন কোন লোক নেই যিনি এই ভাইরাসের নাম জানেন না, সেটি যে কারণেই হোক না কেন। আর এই ভাইরাস থেকে দূরে থাকার অন্যতম একটি উপায় হলো বার বার সাবান পানি দিয়ে হাত দোয়া। কিন্তু যেহেতু সবজায়গায় সাবান পানি নিয়ে চলাচল করা যায় না তাই হ্যান্ড স্যানিটাইজার সকলের নিকট জনপ্রিয়তা লাভ করেছে।
হ্যান্ড স্যানিটাইজার কেনার বিবেচ্য বিষয় কি?
অধিকাংশ স্যানিটাইজারের এক্সপায়ারি ডেট হয়। ওই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে স্যানিটাইজারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই বাড়িতে প্রয়োজনের তুলনায় বেশি স্যানিটাইজার রাখাও বিচক্ষণ নয়। বেশি দিন ঘরে রেখে দিলে স্যানিটাইজারের অ্যালকোহলের পরিমাণ কমে যায়।
স্যানিটাইজার কেনার আগে বোতলের গায়ে কম্পোজিশন জেনে নিন। এতে অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিভাইরাল ধর্ম থাকতেই হবে।
অনেকে মনে করেন এটি ব্যবহার হারাম আসলে কি তাই?
মনে রাখতে হবে, এটি ইসলামের একটি মূলনীতি। কুরআন এবং হাদিস চষে ওলামায়ে কেরাম এই মূলনীতিটি বের করেছেন যে, “প্রয়োজন যখন হয়, নিষিদ্ধ জিনিসটিও ব্যবহার করা যায়”। কুরআনে আল্লাহ্ তা’আলা বলেছেন,
“কেউ যদি বাধ্য হয়ে কোন অন্যায় কাজ করে এবং আল্লাহ্-রাসূলের উদ্দেশ্যে কোন বিদ্রোহ অথবা সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে না করেন, তাহলে তার কোন অপরাধ হবে না”। (সূরা বাকারা ১৭৩)
অন্য আয়াতে আল্লাহ্ তা’আলা বলেছেন,
“কেউ তার ঈমান আনার পর আল্লাহ্র সাথে কুফরী করলে এবং কুফরীর জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহ্র গজব এবং তার জন্য রয়েছে আল্লাহ্র মহা শাস্তি। তবে তার জন্য নয়, যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার চিত্ত ঈমানে অবচলিত”। (সূরা নহল ১০৬)
(আমি যেহেতু আলেম নই তাই বিস্তারিত জানতে অবশ্যই একজন আলেমের সরনাপন্ন হতে পারেন।)
ব্যবহারের নিয়ম কি?
স্যানিটাইজার দিয়ে অন্তত ২০ সেকেন্ড কচলে কচলে হাত ধুতে হবে। সবচেয়ে ভালো হয় সাবান দিয়ে হাত ধোয়া। কিন্তু সব সমতল ছোঁয়ার পর হাত যদি ধোয়া সম্ভব না হয়, তবে ধুতে হবে স্যানিটাইজার দিয়ে।
কোথায় পাবো হ্যান্ড স্যানিটাইজার?
আপনার হাতের কাছেই বিভিন্ন ফার্মেসীতে পাবেন। তবে বর্তমান পরিস্থিতিতে ঘরের বাইরে যেতে না চাইলে অনলাইনে কেনাকাটা করাই শ্রেয়।
অনলাইনে কিনতে এই পেইজে ইনবক্স করতে পারেন:- https://bit.ly/2UcSGUJ
অথবা ওয়েবসাইটেও অর্ডার করতে পারেন:-
১. https://bit.ly/3cxD3xn
২. https://bit.ly/2Y6DaL1
এছাড়াও অনেক অনলাইন শপ রয়েছে।
ধন্যবাদ। আবার কথা হবে নতুন কোন বিষয় নিয়ে।
Buscar
entradas populares
-
বউ শাশুড়ীর একটি শিক্ষনীয় গল্প
-
কুরআন বড় নাকি রাসুল (সা)
-
কাজী নজরুলের চার বছরের সন্তানের মৃত্যুর করুন কাহিনী
Por Samia Shejuti -
Exploring Generative AI in Software Development: Opportunities & Risks
Por kanhasoft llp -
Probiotics Market Size, Share, Development, Trends, Segments and Forecast 2033
Por Univ Datos
Categorías





