১। (হে নবী স. স্মরণ করুন সে সময়ের কথা) যখন পৃথিবী তার নিজের কাঁপনে ভীষণভাবে কেঁপে উঠবে।
২। যখন পৃথিবী তার ভেতরের বোঝা (মৃতদেহ ও খনিজ) বের করে দেবে,
৩। আর মানুষ বলবে- পৃথিবীর হল কী?
৪। সেদিন পৃথিবী তার যাবতীয় খবর ও তথ্য বর্ণনা করবে
৫। কেননা তার প্রতিপালক তাকে এটা করারই আদেশ দেবেন ।
৬। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে বের হয়ে আসবে, যেন তাদেরকে তাদের আমলসমূহ দেখানো যায়
৭। কাজেই কেউ যদি বিন্দুমাত্র সৎকাজ করে থাকে তাহলে সে তা দেখবে।
৮। আর কেউ যদি বিন্দুমাত্র অসৎ কাজ করে থাকে তাও সে তা দেখতে পাবে।