সূরা আদিয়াত

Comments · 501 Views

১। শপথ সে ঘোড়ার যে ঘোড়া খুব দ্রুত দৌড়ায়,

১। শপথ সে ঘোড়ার যে ঘোড়া খুব দ্রুত দৌড়ায়,

২। (দ্রুত দৌড়ানোর জন্য) যে ঘোড়াগুলোর ক্ষুরের আঘাতে আগুনের কনা বের হয়।

৩। যে ঘোড়াগুলো ভোরবেলা অভিযানে বের হয়,

৪। এরপর (তাদের আক্রমণ ও দ্রুত ছুটে চলার জন্য যে ঘোড়াগুলো) সে সময় ধূলো ছড়িয়ে দেয়।

৫। আর শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে ।

৬। মানুষ নি:সন্দেহে তার প্রতিপালকের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ।

৭।  আর প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞতার এ বিষয়টি অবশ্যই সে জানে ।

৮। নিশ্চয় অর্থ-সম্পদের প্রতি সে প্রবলভাবে মোহগ্রস্থ ।

৯। তবে কি সে জানে না সে সময়ের কথা যখন কবরের সবকিছু উঠানো হবে,

১০। আর মানুষের মনের মধ্যে যা কিছু গোপন তা প্রকাশ করা হবে?

১১। সেদিন কি ঘটবে নিশ্চয় সে সম্পর্কে তাদের প্রতিপালক সবকিছু জানেন।

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন