১। যখন আকাশসমূহ ছিন্নভিন্ন হয়ে যাবে।
২। আর আকাশসমূহ তাদের প্রতিপালকের আদেশ পালন করবে।
৩। যখন যমীনকে বিস্তীর্ণ ও সম্প্রসারিত করা হবে
৪। আর পৃথিবী তার ভেতরে যা আছে তা বাইরে বের করে দিয়ে খালি হয়ে যাবে
৫। আর যমীন তার প্রতিপালকের আদেশ পালন করবে এবং এটা করাই সে যোগ্য, ( তখন হে মানুষ! তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে )
৬। হে মানুষ! অবশ্যই তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত কঠোর সাধনা (ধ্যান) করতে থাক, তারপর তুমি তাঁর সাক্ষাত পাবে ।
৭। এরপর (তাঁর সাথে সাক্ষাতের দিন) যার আমলনামা তার ডানহাতে দেয়া হবে,
৮। তার হিসাব নিকাশ সহজেই নেয়া হবে ।
Search
Popular Posts