সূরা ফাতিহার ফজিলত

Comentários · 1024 Visualizações

সূরা ফাতিহার ফজিলত হযরত খাজা মঈনউদ্দিন চিশতী (রহঃ) কর্তৃক বর্ণিত,
সূরা ফতিহার আক্ষরিক নেকী
সূরা ফাতিহার

সূরা ফাতিহার ফজিলত ★ সূরা ফাতিহার ফজিলত হযরত খাজা মঈনউদ্দিন চিশতী (রহঃ) কর্তৃক বর্ণিত, সূরা ফতিহার আক্ষরিক নেকী সূরা ফাতিহার আলহামদু”=শব্দটিতে ৫টি অক্ষর : পাঠকারীকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে কোন ভুল ত্র“টি থাকিলে ক্ষমা করিয়া দেওয়া হয়। লিল্লাহ”= পর্যন্ত ৮টি অক্ষর: পাঠকারীর জন্য বেহেশতের ৮টি দরজা খুলিয়া দেওয়া হয়। রাব্বিল আল আমিন”= পর্যন্ত ১৮টি অক্ষর: পাঠকারীকে ১৮ হাজার মাখলুকাতের ইবাদাতের সাওয়াব দেওয়া হয়। আর রাহমান”= পর্যন্ত ২৪টি অক্ষর: পাঠকারীকে ২৪ ঘন্টার কৃত পাপ হইতে রেহাই দেওয়া হয়। আর রাহিম”=পর্যন্ত ৩০টি অক্ষর: পাঠকারী কিয়ামতের মাঠে ৩০ হাজার বছরের পুলসিরাত বিদ্যুৎ গতিতে অতিক্রম করবে। মালীকি ইয়াওমিদ্দিন”= পর্যন্ত ৪২টি অক্ষর: পাঠকারীকে ১ বৎসরের পাপ ক্ষমা করা হয়। ইয়া কানাবুদু”= পর্যন্ত ৫০টি অক্ষর: পাঠকারীর সহিত কেয়ামতে ৫০ হাজার বছরের সমতুল্য দিনে কৃপা পূর্ণ ব্যবহার করা হবে। ওইয়াকানাসতাইন”= পর্যন্ত ৬১টি অক্ষর: পাঠকারীকে আসমান,জমিনে ৬১টি রহমতের দরিয়ার প্রতি বিন্দু পানির সমতুল্য সাওয়াব দেওয়া হইবে এবং গুনাহ আমলনামা হইতে ধুইয়া ফেলা হইবে। ইহ দিনাস সিরাত্বাল মুসতাকিম”= পর্যন্ত ৮০টি অক্ষর: পাঠকারীকে সরাব পান হইতে বাঁচাইয়া উহার ৮০ দোররা শাস্তি হইতে রক্ষা করিবে। সিরাত্বল্লাজিনা আন-আমতা আলাইহিম’'= পর্যন্ত ৯৯টি অক্ষর: পাঠকারী আল্লাহতালার ৯৯ নাম অবলম্বনে সমস্ত জিকিরের সওয়াব পাইবে। গাইরিল মাগদুবে আলাইহিম''= পর্যন্ত ১১৪টি অক্ষর” পাঠকারীকে কোরান শরীফের ১১৪টি সূরা পাঠকারীর সমষ্টির সাওয়াব দেওয়া হইবে। ওয়ালাদ দোয়ালিন”= পর্যন্ত ১২৪টি অক্ষর: যিনি পাঠ করবেন তিনি ১ লক্ষ ২৪ হাজার পয়গাম্বরের ইবাদতের সমষ্টির সওয়াব পাবেন। একবার ভেবে দেখুন দিনে ১ বার এই দোয়া পাঠ করিলে কত সাওয়াব..... (শেয়ার করুন,আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদকায়ে জারিয়া হিসেবে গন্য হবে, এবং কেয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন। ইনশাল্লাহ।)

Comentários

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন