কাল জয়ী বাংলা গান।

Commenti · 1285 Visualizzazioni

কাল জয়ী বাংলা গান।

যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে
জোর করে মন হরন কর না, করে ছলনা।
এই যে ভীষন যন্ত্রনা।।

আপন মন হয় যদি মনের মতন,
মনে মন করে আকর্ষণ।
সেই মনে আর ঘুনে ধরে না রে মন ধরে না ।
ভালো লাগলে ভালবেসে,
কাছে বসে মুচকি হাসে,
তাড়াইয়া দিলেও সরে না রে মন সরে না।
এই যে ভীষন যন্ত্রনা।।

ইচ্ছা দেনার প্রয়োজনে,
মনের মানুষ কাছে টানে
কোন মনের মানে না মানা রে মন জানো না।
বেদ বিধানের নিষেধ মানে না ।
দুই আত্মার হয় এক মত,
দুই মুর্তির হয় একি ছুরত
এক মরনে মরে দুইজনা মন জানো না।
এই যে ভীষন যন্ত্রনা।।

বেহায়ামনা শামসেল হকে,
আশার মশাল জেলে বুকে,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না।।
মনচোরা হালিম চান,
নিদয়া নিষ্ঠুর পাষান,
আঁখি জলে মন টলে না রে তার টলে না।
এই যে ভীষন যন্ত্রনা।

কন্ঠঃ শামসুল হক চিশতী (চিশতী বাউল)।

Commenti

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন