উচ্চ ক্ষমতার সোলার সেল আবিষ্কার, বিদ্যুতে সম্ভাবনার নতুন দুয়ার

Comentarios · 651 Puntos de vista

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির (এনআরইএল) বিজ্ঞানীরা অধিক কর্মক্ষমতার একটি সোলার সে?

দেশে দেশে সৌরবিদ্যুত এর ব্যবহার বাড়ছে। কিন্তু যে সোলার সেল বা সৌরকোষের মাধ্যমে সৌরশক্তি বিদ্যুত এ রুপান্তর করা হয় তার কার্যক্ষমতা এতদিন অনেক কম ছিল। এখন আরো বেশি ক্ষমতা সম্পন্ন সোলার সেল তৈরি করেছেন বিজ্ঞানিরা।

নতুন আবিষ্কৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার সেল তার অসাধারণ ক্ষমতার জন্য বিশ্ব রেকর্ড গড়েছে। তথ্য সূত্র:গুড নিউজ নেটওয়ার্কের প্রতিবেদন।

এই নতুন অধিক কার্যক্ষমতা সম্পন্ন সোলার সেল যুক্তরাষ্ট্রের ন্যশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির (এনআরইএল) বিজ্ঞানিগণ আবিষ্কার করেছেন। যার কার্যক্ষমতা প্রায় ৫০ শতাংশের কাছাকাছি।

আগের গড়পড়তা সোলার সেলের কার্যক্ষমতা ছিল ১৫ থেকে ২০ শতাংশ।এর অর্থ হল সোলার সেল বা সৌরকোষের সৌরশক্তি শোষণের ক্ষমতা ছিল সামান্য। কিন্তু সদ্য আবিষ্কৃত সোলার সেলের সৌরশক্তি শোষণ ক্ষমতা আগের তুলনায় অনেক।

নতুন আবিষ্কৃত ছয়টি ফটো অ্যকটিভ স্তরের (সিক্স জংশন) সোলার সেলের কার্যক্ষমতা খুব বেশি। এই সোলার সেলের রুপান্তর ক্ষমতা ৪৭ দশমিক ১ শতাংশ। এটা একটা বিশ্ব রেকর্ড।

গবেষণা প্রকল্পের মূখ্য বিজ্ঞানি জন গেইজ জানান যে তাদের আবিষ্কৃত সোলার সেলটি খুব ভালো কার্যক্ষমতা প্রদর্শন করছে। আরেক বিজ্ঞানি রায়ান ফ্রান্স জানান যে এই সেলের কার্যক্ষমতা ৫০ শতাংশের ও বেশি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আর এই লক্ষ অর্জন করা খুবই সম্ভব।

কিন্তু মৌলিক সীমাবদ্ধতার কারণে ১০০ শতাংশ কার্যক্ষমতা অর্জন করা সম্ভব নয় বলে জানান রায়ান ফ্রান্স।

বিজ্ঞানি জন গেইজ জানান তারা এই উচ্চক্ষমতা সম্পন্ন সোলার সেলের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এতে করে সল্প খরচে এটি বাজারে ছাড়া যাবেএবং সবাই এটি ব্যবহার করতে পারবে।

এটি হলে সৌর বিদ্যুত উৎপাদনে বিরাট পরিবর্তন আসবে, যা সমগ্র বিশ্বের মানুষদের জন্য ইতিবাচক। কারণ,এর ফলে জীবাশ্ম জালানির ব্যবহার আরো অনেক কমানো সম্ভব।

Comentarios

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন