এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৩৮।এর মধ্যে শুধু ৫০০ জন রোগী হাসপাতাল এ চিকিৎসা নিচ্ছে। আর বাকি ১ হাজার ৩৩৮ জন রোগী নিজের বাসায় থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছে। তথ্য সূত্র:স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক অনলাইন বুলেটিন বোর্ড।
আমাদের বাংলাদেশ এ প্রতি ১০০ জনের মধ্যে ৬৮ জনই বাসায় চিকিৎসা সেবা নিচ্ছে আর বাকি ৩২ জন হাসপাতালে।
করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন সুস্থ। এই পর্যন্ত মৃতের সংখ্যা ৭৫ জন।গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৫ জন।
মন্ত্রী মালেক,জানান করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এই পর্যন্ত ২৭ জন কে আইসিইউ সুবিধা দিতে হয়েছে।
আইইডিসিআরের পরিচালক,মীরজাদী সেব্রিনা ফ্লোরা বুলেটিন এ জানান যে আক্রান্তদের হাসপাতালে না থেকে বাসায় চিকিৎসা সেবা নেওয়া ভালো হত।এদের মাঝে বেশিরভাগ রোগী সামাজিক চাপের কারণে হাসপাতালে ভর্তি।
আরও জানান যে আক্রান্তদের মাঝে ৫৫ শতাংশের বয়স ২১ বছর থেকে ৫০বছর এর মধ্যে।৪১ বছর থেকে ৫০ বছর বয়সের রোগী ১৫ শতাংশ,৩১ বছর থেকে ৪০ বছর বয়সের রোগী ১৯ শতাংশ,২১বছর থেকে ৩০ বছর বয়সের রোগী ২১ শতাংশ।
করোনায় আক্রান্ত বাংলাদেশীদের মাঝে মহিলা রোগী ৩২ শতাংশ এবং পুরুষ রোগী ৬৮ শতাংশ।মোট আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬ শতাংশ,নারায়ণগঞ্জ এর ২০ শতাংশ।ঢাকার রোগীদের ১১ শতাংশ রোগীই মিরপুর এর।
ঘরে থাকুন,নিজে বাচুঁন,নিজের পরিবার কে বাচাঁন এবং দেশকে বাচাঁন।
Stay_home_stay_safe
		
		
		
		
	
	
	
	
	




