আমার সবচেয়ে ভালো কাজ

Comments · 615 Views

জীবনে কিছু করতে হলে স্কাউটে যোগ দিন।

আমার জীবন বদলে দেওয়া গল্প।

আর আল্পকিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে স্কুল জীবনের সবচেয়ে সুন্দর মুহুর্ত "স্কাউট"?

স্কাউটিং কি জিনাসটা আগে কখনই বুঝিনি। ছোট বেলায় যখন স্কাউট ভাইদের ড্রেশ পড়ে দেখতাম তখন মনে করতাম যে,তারা হয়ত অন্য স্কুল থেকে এসেছে?
হঠাৎ একদিন ক্লাশে বসে গল্প করছিলাম আর জয় এশে বল্লল বন্ধু স্কাউটে নাম লিখাবি?
আমি ভাবলাম? জয় যেহেতু বলছে নাম লিখিয়েই দেই।তখনও জানতাম না স্কাউট জিনিসটা কি?
আদনান ভায়ের নেতৃত্বে স্কাউটিং জীবনটা শুরু হয়ে গেল। কিছুদিন ক্লাশ করার পর আদনান ভাই দায়িত্ব ছেড়ে দিল?,এসএসসির জন্য।তখন কেবল আমি স্কাউট এর সদস্য ব্যাজ পাশ করি। সকল কিছুর দায়িত্ব দিল মিজান ভাইকে।তখন মিজান ভায়ের সাথে তেমন সম্পর্ক গড়ে উঠেছিল না।আর মিজান ভাই পড়ত আষ্টম শ্রেণিতে তাই নিজেও স্কাউট চালাতে পারে নি সেই বছর।তাই দায়িত্ব এশে পড়ল আমার আর জয় এর উপর।তো আমি ছিলাম স্কাউট প্রিয় আর জয় ছিল খেলা।তাই জয় যেত খেলতে আর আমি স্কাউট ডেন এ বসে নিজে যতটুকু জানি ওইটা দিয়েই সবার ক্লাস নিতাম।।কিন্তু ছোট তেই দায়িত্ব পাওয়ায় কোনঅটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারি নি।।নিজের ইচ্ছা মত সব কিছু করেছি??

তারপর মিজান ভাইয়ের পরীক্ষা শেষে আবার তিনি দায়িত্ব নেয় আর আমার বাড়াবাড়ি কাজের জন্য অনেক বকাঝকা করে,আমাকে স্কাউট থেকে বাদ দিয়ে দেয়।?

আমি পুরা পাগল হয়ে গেছিলাম।তখন মিজান ভাইকে একটুও সহ্য করতে পারতাম না।। কিন্তু আমি হাল ছেড়ে দেয় নি।।স্কাউট ডেন এর বাইরে দাঁড়িয়ে থাকতাম আর অনেক আকুতি মিনতি করতাম আমাকে স্কাউটে আবার নিবার জন্য,কিন্তু তিনি কোনমতেই আমাকে নেন নি। কিন্তু আমি এইদিকে স্কাউট এর পড়াশোনা চালিয়ে গেছি আর সবার চেয়ে নিজের দক্ষতা বাড়িয়েছি।এবার আমি আষ্টম শ্রেণিতে পড়ার কারমে আর স্কাউট ডেন এ যাওয়া হই নি। তারপর চলে আসল আমার সুপ্নের ক্যাম।জাম্বুরী।??

কিন্তু দলে সমস্যা ছিল আমাকে নিয়ে।কিছু ছেলে আবার আমাকে দেখতে পারত না। তাই আমার নাম মিজান ভাই লিখলেও তারা নাম কাটার জন্য অনেক বলে। তো আমাদের দলে সমস্যা ছিল যে কেউ তেমন কিছু জানে না,আর আমি সেই সকল কিছু জানতা।তাই আমি তখন স্কাউট ডেন এ রেগুলার যেতাম আর সবাইকে শোনাতাম যে,আমি এটা জানি ওইটা জানি।??

তখন মিজান ভাই বুঝল যে,ক্যাম্প এ ভালো কিছু করতে হলে আমাকে লাগবে??
তাই আমাকে পুরো দলের দায়িত্ব দিল।আর তখন থেকে আমি নিজের মত করে পুরো দল সাজাতাম।যদিও বা মিজান ভাই লিডার ছিল,কিন্তু সকল কাজ আমি করতাম,আর মিজান ভাই শুধু বসে থেকে দেখত।??
অবশেষে আসল সেই মহেন্দ্রক্ষণ, যে কে কে ক্যাম্প এ যাবে???
তখন মিজান ভাই আমাকে বলে দিল,"তোর যাকে ইচ্ছা হই নে।"কিন্তু আগে থেকেই দল গঠন ছিল।তখন আমি আমার সুবিধামত আমি আর মিজান ভাই সহ ৮ জনকে অনেক পরীক্ষা নিরিক্ষার মধ্যে বেছে নেই।যা ছিল সেই সময়ের দলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তারপর দল নিয়ে চলে যায় গাজীপুর। অনেক আনন্দ,স্মৃতি আর বেদনা নিয়ে শেষ হই জাম্বুরী। যদিও বা মিজান ভাই ছিল দলনেতা কিন্তু দলনেতা হয়ে যা করার সব কিছুই করতাম আমি।?
তারপর মিজান ভাই এর শেষ সময় চলে আসল মানে তার দায়িত্ব ছেড়ে দেবার সময়।

আমি তখন নিজেই জানতাম যে,আমি দায়িত্ব পাব।

এপ্রিল মাসের কোন এক মঙ্গলবার এ আমাকে দায়িত্ব বুঝিয়ে দিল।??

আমি যেহেতু আগে থেকেই দল গুছিয়ে নিয়েছি তাই দল নিয়ে আর কিছু করা লাগে নি।?
সময় গড়িয়ে গেল আর বাড়তে থাকল আমার সবার সাথে সম্পর্ক। যে মিজান ভাইকে আমি পছন্দ করতাম না,সে মিজান ভাই হলো আমার জানের ভাই।??অনেক ভালোবাসি ভাইকে।

আবশেষে আরো একটি ক্যাম্প করার সুযোগ হলো কমিউনিটি বেজড ক্যাম্প।
সেটিতে আবার স্কুল থেকে যেতে পারব না।তাই ওপেন স্কাউট থেকে চলে গেলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কক্স বাজার। আমার দক্ষতা,নেতা সুলোভ আচারণ এর জন্য নতুন দলেও আমাকে দিয়ে দিল দায়িত্ব। অনেক নিষ্ঠার সাথে যদিও বা পারি নি দলকে সামলাতে তবে চেষ্টা করেছি।?

তারপর স্কুলে এশে আজ আমি হয়ে গেছি খারাপ।
কারণ চলে এসেছে যে,আমার শেষ সময়। যে মানুষ আমাকে চোখের মণি করে রাখত।সে মানুষ আজ আমার কথা সহ্য করতে পারে না।।??

তবে অনেক কষ্ট পেলেও কিছু বুঝতে দেই নি। নিজে ও দলকে নিয়ে গিয়েছি এক উচ্চ মাত্রায়।
আজ আমি সহ আরো ৪ জন পরীক্ষা দিয়ে স্কাউট এর সর্বোচ্চ আওয়ার্ড পাওয়ার পরীক্ষায় টিকে গিয়েছি।আর মাত্র একটা ধাপ।তারপরেই রয়েছে হাসি,কান্না আর বেদনা।

যদি সপ্ন টা সার্থক হ্য,তাহলে বুক এ হাত রেখে বলতে পারব,

আমি সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সর্বশ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন।

স্কাউট থেকে পেয়েছি অনেক কিছু।যা হয়ত বলে শেষ করতে পারব না।।
আর অল্প কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমার স্কুল লাইফের স্কাউট জীবন। ধারাবাহিকতায় চলতে থাকবে দলনেতা পরিবর্তন।

অনেক মিশ করব সেই #এস_পি_এল এর চেয়ারটাকে। যার জন্য এত কিছু।

স্কাউট থেকে সবচেয়ে ভাল পুরুষ্কার পেয়েছি হল কিছু বড় ভাই।যাদের ভুলার মত না আর কিছু ছোট ভাই।
অনেক মিশ করব সেই স্কাউট ডেন,আলমারি,ড্রাম আর চেয়ারটাকে।

এদের কোনদিনো ভুলতে পারব না।
শেষ হয়ে এল আমার স্কাউট জীবন আর মাত্র অল্প কিছুদিন।

তার পর এই মুক্তি।

আর কেউ মনে রাখবে না।

শুধু চেয়ার আর আলমারি গুলো ছাড়া।

 

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন