অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ টা হচ্ছে কোম্পানীর প্রডাক্ট বিক্রি করে দেওয়া এর জন্য দরকার প্রচুর পরিমাণে সেই ??
অ্যাফিলিয়েট মার্কেটিং কি ?
অ্যাফিলিয়েট মার্কেটিং এর অর্থ হচ্ছে বিপণন , প্রচার করা বা বিক্রি করা। সহজ ভাষায় বলতে গেলে আপনি কোন কোম্পানীর বা দোকানের কোন প্রডাক্ট বা পন্য বিক্রি করে দেবেন তার বিনিময়ে সেই কোম্পানী আপনাকে নিদিষ্ট পরিমাণে কমিশন দেবে এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ।
উদাহরণ স্বরূপঃ মনে করুন আপনি amazon.com থেকে অ্যাফিলিয়েট একাউন্ট করে সেখান থেকে আপনি একটি মোটরসাইকেল বিক্রয়ে/Sale করলেন। যদি মোটরসাইকেলের মূল্য ১০০০০০/- টাকা হয়, এবং আপনি যদি ৫% কমিশন পান তাহলে আপনার আয় হবে। ১০০০০০*৫% = ৫০০০/- টাকা।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আয় হয় ?
অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ টা হচ্ছে কোম্পানীর প্রডাক্ট বিক্রি করে দেওয়া এর জন্য দরকার প্রচুর পরিমাণে সেই প্রডাক্ট প্রচার করা । প্রচার করার মাধ্যমে আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে যদি সেই প্রডাক্টটি ক্রয় করে তাহলে আপনি সেই প্রডাক্টের জন্য নিদিষ্ট হারে একটা কমিশন পাবেন। আর যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে যদি কোন প্রডাক্ট কেউ না ক্রয় করে তাহলে আপনি কোন কমিশন পাবেন না । মূলত আপনার প্রডাক্ট বিক্রির উপর নির্ভর করে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আয় হয় হয় ।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রডাক্ট কয় ধরনের হয়ে থাকে?
অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রডাক্ট মূলত তিন ধরনের হয়ে থাকে।
১। ডিজিটাল প্রডাক্ট।
২। ফিজিক্যাল প্রডাক্ট।
৩।লিড জেনারেশন।
ডিজিটাল প্রডাক্ট
ডিজিটাল পণ্য হল যে সকল পণ্যে সাদৃশ্য নয়, অর্থাৎ ভার্চুয়ালি ব্যবহার করতে হয়, সে সকল পণ্য হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট/Product, যেমন, ই-বুক, ওয়েব হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন, কোন সফটওয়্যার, অনলাইন ক্লাস, ভিডিও ইত্যাদি। যারা অনলাইন এফিলিয়েট মার্কেটিং/Affiliate Marketing করেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল পণ্য বিক্রয়ের ক্ষেত্রে 5% থেকে শুরু করে 70% পর্যন্ত কমিশন পাওয়া যায়।
[কয়েকটি ডিজিটাল প্রডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট হচ্ছে ঃ ক্লিক ব্যাংক,যেভিযু,ডায়ানাহোস্ট,ও্যারিয়র প্লাস এবং বিভিন্ন ডোমেইন হোস্টিং ওয়েবসাইট।]