ছোট ভাইয়ের সঙ্গে সারার আপত্তিকর ছবি ভাইরাল

Комментарии · 733 Просмотры

ছোট ভাইয়ের সঙ্গে সারার আপত্তিকর ছবি ভাইরাল

ছোট ভাইয়ের সঙ্গে বিকিনি পরে ছবি তোলায় ব্যাপক সমালোচিত হচ্ছেন বলিউডের উঠতি তারকা সাইফকন্যা সারা আলী খান। জানা গেছে, সারার ভাই ইব্রাহিম খান ১৯ বছরে পা দিয়েছে। তাই জন্ম’দিনে ভাইয়ের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেন অভিনেত্রী। যে ছবিতে রঙবেরঙের বিকিনিতে দেখা যায় সারাকে। মালদ্বীপের সৈকতে তোলা ভাইবোনের ‘অ’শ্লীল’ ছবিটি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সাইফকন্যার ওই ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয় ব্যাপক সমালোচনা। ভাইয়ের সঙ্গে সারাকে বিকিনি পরতে দেখে কেউ কেউ তাকে লাজলজ্জাহীন নারী বলে কটাক্ষ করতে শুরু করেন। কেউ কেউ বলতে শুরু করেন, লজ্জা কি বিক্রি করে দিয়েছেন সারা? আবার কেউ প্রশ্ন তুলতে শুরু করেন, ভাইয়ের সঙ্গে এমন আপত্তিকর ছবি কে পোস্ট করেন? কেউ আবার সারার ধর্ম নিয়েও তুলতে শুরু করেন প্রশ্ন। ভাইবোনের পবিত্র সম্পর্ককে কলুষিত করছেন সারা। এই নারীর ডুবে মরে যাওয়া উচিত বলেও কেউ কেউ আক্রমণ করতে শুরু করেন অভিনেত্রীকে। তবে শত সমালোচনার মুখেও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি সারা আলী খান।

Комментарии

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন