বিয়ের আগেই মা হতে চলেছেন পপ তারকা কেটি পেরি। জানা গেছে, অভিনেতা অরলান্ডো ব্লুম ও পপ তারকা কেটি পেরি গত বছর ভালোবাসা দিবসে বাগদান সারেন। শিগগিরই তারা বিয়েও করবেন। তবে এর আগেই গায়িকা জানালেন, বিয়ের আগেই মা হতে চলেছেন তিনি। সম্প্রতি কেটির ‘নেভার ওর্ন হোয়াইট’-এর মিউজিক ভিডিওতে তাকে গর্ভবতী অবস্থায় দেখা যায়।
এছাড়াও টুইটার বার্তায়ও বিষয়টি নিশ্চিত করেছেন কেটি। তার আগে তিনি ইনস্টাগ্রামে সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি ইঙ্গিত করে বলেছিলেন, তার অ্যালবাম মুক্তির সময়ে নবজাতক আলোর মুখ দেখবে।
Munna Prodhan 6 ans
Nice