নারীদের নিয়ে রচিত গানগুলো পরিবেশন করবেন আঁখি

Comments · 637 Views

নারীদের নিয়ে রচিত গানগুলো পরিবেশন করবেন আঁখি

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ দিবসটিকে কেন্দ্র করে জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘আমার যত গান‘র ১০৭তম পর্বে নারীদের নিয়ে রচিত গানগুলো পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।

 
 

এ পর্বে গান করবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে। পরিচালনা করবেন অনন্যা রুমা। প্রচার হবে ওইদিন বিকেল ৩টা ০৫ মিনিটে। 

পরিচালক সূত্রে জানা গেছে, এ পর্বে আঁখী আলমগীর শুধু নারীদের নিয়ে রচিত গানগুলো পরিবেশন করবেন। গানের বিশেষ এ অনুষ্ঠানটি দেখার জন্য শ্রোতা-দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন আঁখি।

এদিকে গেল বিশ্ব ভালোবাসা দিবস (১৬ ফেব্রুয়ারি) উপলক্ষে প্রকাশ পায় আঁখি আলমগীরের সবশেষ গান-ভিডিও ‘তোমারি কারণে’। অনুরূপ আইচের কথায় গানটির সুর করেছেন ফাজবির তাজ। সংগীতায়োজন করেন শাহরিয়ার রাফাত।

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন