ফ্যাশন ও গ্ল্যামারওয়ার্ল্ডের গল্প নিয়ে ‘স্বপ্নবাজি’

Comments · 726 Views

‘স্বপ্নবাজি’

একাধিক পরিচয়ের অধিকারী জান্নাতুল ফেরদৌসপিয়া। মডেল হিসেবে তার যেমন নামডাক, তেমনি অভিনয়েও মনোযোগ দিয়েছেন। ২০০৭সালে চোরাবালি ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতেপা রাখেন। এরপর প্রবাসী প্রেম, গ্যাংস্টাররিটানর্স, দ্য স্টোরি অব সামারাসহ বেশ কয়েকটিছবিতে অভিনয় করেছেন।

মাঝখানে দীর্ঘ সময় রুপালি পর্দা থেকে দূরেছিলেন পিয়া। পছন্দমতো গল্প ও চরিত্র নামেলায় এ দূরত্ব। তবে আর বেশিদিন দূরে থাকতেপারলেন না। দীর্ঘ বিরতির ইতি টেনে আবারো বড়পর্দায় ফিরেছেন চোরাবালির এ অভিনেত্রী। এবার স্বপ্ন বাজি রাখতে চলেছেন তিনি। নির্মাতা রায়হান রাফির স্বপ্নবাজিছবিতে অভিনয় করছেন পিয়া।

অনেকদিন ধরেই স্বপ্নবাজিতে জান্নাতুল পিয়ার অভিনয়ের কথা শোনা যাচ্ছিল। অবশেষে অপেক্ষার প্রহর শেষে নতুনছবির কাজ শুরু করেছেন তিনি। ছবিতে তার কাজের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পিয়া বলেন, ‘এরই মধ্যেছবির প্রথম লটের কাজ শেষ করেছি। চলতি মাসেই ছবির দ্বিতীয় লটের কাজ শুরু করব।’

স্বপ্নবাজির গল্প ফ্যাশন ও গ্ল্যামার ওয়ার্ল্ড ঘিরে; ফ্যাশন দুনিয়ায় কাজ করা মানুষদের কেন্দ্র করে। ফ্যাশন দুনিয়ায়দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে প্রতিদিন অনেকেই আসেন। কিন্তু ঝলমলে আর বর্ণিল এ জগতে টিকে থাকতে নানা রকমেরবাজির বৃত্তে তাদের অনেকেই আটকে যান। এ দুনিয়ায় নাম, যশ, খ্যাতি যেমন আছে, তেমনি প্রেম-ভালোবাসাওরয়েছে। আছে স্বার্থ, টাকার বাজি। কেউ কেউ আবার অস্তিত্ব ধরে রাখতে নিজের স্বপ্নটুকুও বাজি রাখেন। নানা রকমবাজির ঘেরাটোপে কেউ টিকে থাকে আবার কেউ ধ্বংস হয়ে যায়। গ্ল্যামার ওয়ার্ল্ডের এ রকম বিভিন্ন ঘটনা নিয়ে নির্মাতাবুনেছেন এক গল্পগাথা, যার নাম স্বপ্নবাজি।

 

ছবির কাজ অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণেতা পিছিয়ে যায়। গত ফেব্রুয়ারিতে ছবির কাজ শুরু হয়েছে। ছবির গল্প যেহেতুফ্যাশন ও গ্ল্যামারওয়ার্ল্ড নিয়ে, তাই সবাইকে অনেক গ্রুমিং করাতে হয়েছে।ছবির কাজ দেরিতে শুরুর পেছনে এটাও একটা কারণ বলে নির্মাতার দাবি।

ছবির অন্যতম একটি চরিত্রে অভিনয় করছেন পিয়া। ছবিতে তার চরিত্রেরবিষয়টি জানতে চাইলে তিনি এ সম্পর্কে এখনই তেমন কিছু জানাতে চাইলেননা। দর্শকদের জন্য চমকটা রেখে দিলেন। তবে জানালেন, তার চরিত্রটির নামরাবা। কেবল ছবিতেই নয়, বাস্তবেও জান্নাতুল পিয়া ফ্যাশন জগতেরই একজন।আর তাই ছবিতে কাজ করতে বেশ স্বচ্ছন্দ বোধ করছেন—এমনটাই বললেনতিনি।

চেনা জগৎ ও পেশা নিয়ে কাজ করার ফলে নিজের চরিত্রের জন্য বিশেষ কোনোপ্রস্তুতিও নিতে হচ্ছে না বলে জানালেন পিয়া। ছবিতে পিয়ার পাশাপাশি অন্যতম চরিত্রে দর্শক আরো দুজনকে দেখতেপাবে। হালের প্রিয় দুই মুখ সিয়াম আহমেদ ও মাহিয়া মাহি স্বপ্নবাজিতে অভিনয় করছেন। ছবিটি চলতি বছরের কোনোএকটি উৎসবে মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছে—পিয়া বলেন।

সম্প্রতি নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন পিয়া। নতুন ছবির কাজের পাশাপাশি সেই চ্যানেল নিয়েও ব্যস্তরয়েছেন তিনি। চ্যানেলটি আপডেট করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন। সে অনুযায়ী কাজ করছেন।

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন