এক তোতা পাখির গল্প

Comentarios · 3668 Puntos de vista

এক তোতা পাখির গল্প

এক সওদাগরের তোতা পাখি ছিলো। স্মার্ট তোতা। সওদাগর মাঝেমধ্যে খাঁচায় বন্দী তোতার সঙ্গে ত্বত্তালোচনা করতো। তো- ব্যবসার খাতিরে সওদাগর যাচ্ছে হিন্দুস্তান। ফ্যামিলির সবার জন্যে কিছু না কিছু আনার ফরমায়েশ নিয়ে তোতাকে বললো -তোর কী চাই?
.
তোতা বলল- হিন্দুস্তানে আমার জাত ভাইয়ের সঙ্গে দেখা হইলে আমার বন্দিদশার কথা বলে জানতে চাইবেন- 'এ থেকে মুক্তির উপায় কী?'
.
সওদাগর মুচকি হেসে মনেমনে বললো - আমি না ছাড়লে আবার মুক্তি পাস্ ক্যামনে?'
.
কিন্তু মুখে তোতাকে ওয়াদা দিলো- জিজ্ঞেস করবে।
.
ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটা শেষ, সওদাগর নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিলো।
.
কিন্তু তোতার ফরমায়েশের কথা গেলো ভুলে।
.
তাত্ক্ষনিক মনে হতেই সওদাগর দেখলো এক ঝাঁক তোতা মাথার উপর যাচ্ছে উড়ে । ওয়াদা রক্ষার্থে জানতে চাইলো- 'অমুক দেশে তোমাদের এক জাত ভাই খাঁচায় বন্দী , বাঁচার উপায় জানতে চেয়েছে তোমাদের কাছে।''
.
এমন কথা শুনেই একটা তোতা চট করে মাটিতে পড়ে গেলো মরে !
.
সওদাগর জিহ্ববায় ঠোঁট কেটে আক্ষেপ করলো পাখিটিকে বদ খবর দিয়ে হত্যা করেছে বলে।।
.
বিরস মনে সওদাগর ফিরলো বাড়ি। যার যার জিনিস তাকে দিলো। তোতারে দিলো ফাঁকি।
.
সওদাগর তোতার ঘরে যায় না। জাত ভাইরে হত্যা করেছে সেই লজ্জায়।
.
একদিন বেখেয়ালে ঢুকে পড়লো তোতার ঘরে।
তোতা সালাম-নমস্কার করে বলল -হুজুর আমার খবর পৌঁছেছেন?
.
সওদাগর থতমত করে কেটে পড়তে চাইলে ওয়াদার কথা স্বরণ করিয়ে দিলো।
.
সওদাগর খাইলো ধরা।
.
আমতা আমতা করে অবশেষে বললো সত্যি কথা ।
.
যেই না শুনলো, জাত ভাই উড়ন্ত অবস্থায় বন্দিদশার কথা শুনে হার্টব্লক করে মরেছে-তেমনি এই তোতাও ধপ করে পড়ে মরে গেলো।
.
ভাই-বেরাদার দূর হিন্দুস্থানে থেকে দুঃখের খবর শুনে হার্টব্লক হয়ে মারা গেছে- এমন খবরে কে-ই বা ঠিক থাকে।
.
সওদাগর আবার দুষলো নিজেকে ।
.
শোকাহত হয়ে মরা তোতাকে যেই না বাহিরে ফেললো- তোতা দিলো ফুড়ুত। বসলো গিয়ে ডালে।
.
সওদাগর হতভম্ব ! বলল-এইটা কী হলো?
.
তোতা বলল -হিন্দুস্থানে যে তোতা আমার দুঃখের সংবাদ শুনে মারা গেছে, সে আসলে মরে নাই। মরার ভান করে আমাকে খবর পাঠালো, আমিও যেন ভান করি। তবেই খাঁচা থেকে মুক্তি পাব।
Comentarios

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন