পৃথিবীর কাছাকাছি 'রক্তিম চাঁদ'

التعليقات · 308 الآراء

পৃথিবীর খুব কাছাকাছি চলে এলো চাঁদ।

বড় আকারের রক্তিম এ চাঁদ দেখা গেছে বুধবার। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর খুব কাছে চলে আসে এটি। 

আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, আকাশ পরিষ্কার থাকলে চন্দ্রগ্রহণটি বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে।

সন্ধ্যা সোয়া সাতটার দিকে পাবনার রেলস্টেশন এলাকায় রক্তিম চাঁদ দেখা গেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, খুব অল্প সময়ের জন্য এটি দৃশ্যমান হয়। 

বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও পূর্ব এশিয়ার কিছু দেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা গেছে।

 

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়। আর শেষ হয় সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ডে।

জ্যোতির্বিজ্ঞানিরা জানান, এই ধরনের গ্রহণের সময় চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে। তাই চাঁদকে বড় দেখায়। পৃথিবী ছায়া পড়ায় চাঁদের রং হয় রক্তিম। 

 

التعليقات

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন