এসইও তে ৬ টি লিংক বিল্ডিং এর ভুল এবং সমাধান

Comentarios · 502 Puntos de vista

গুগলে ২০০ টিরও বেশি রেঙ্কিং ফেক্টর আছে। লিঙ্ক বিল্ডিং এর মধ্যে পপুলার।

কিন্তু আপনি যদি আপনার সাইটকে ভালো

 

গুগলে ২০০ টিরও বেশি রেঙ্কিং ফেক্টর আছে। লিঙ্ক বিল্ডিং এর মধ্যে পপুলার। কিন্তু আপনি যদি আপনার সাইটকে ভালো রেঙ্কিংয়ে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটি যুক্ত বেকলিঙ্ক তৈরী করতে হবে!

বেকলিঙ্ক তৈরী করার সময় সবাই অনেক রকমের ভুল করে থাকেন! যার কারনে দিন দিন আপনার ওয়েবসাইটের রেঙ্কিং হারাতে থাকেন আপনি? তোহ আজকের এই পোষ্টে আমি আপনাদের এসইও তে ৬ টি লিংক বিল্ডিং এর ভুল এবং সমাধান নিয়ে কথা বলবো!

আপনি যদি এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানতে চান তাহলে অবশ্যই এই পোষ্টটি ততক্ষণ পর্যন্ত দেখুন যতক্ষণ না এটা শেষ হয়!

১.বেকলিঙ্ক ক্রয় অথবা বিক্রয়ঃ-

আপনি গুগলে এরকম শত শত ওয়েবসাইট পাবেন যে সাইটগুলো থেকে আপনি লিঙ্ক কিনতে পারবেন।

অবশ্য আপনি যখন এই লিঙ্কগুলো কিনবেন তখন তারা আপনাকে দেখাবে এগুলো ভালো লিঙ্ক। ভালো লিঙ্ক বলতে আমরা সাধারনত যা বুঝি তা হলো খুব হাই কোয়ালিটি ডোমেইন অথোরিটি ( DA) এবং পেজ অথোরিটি ( PA)! অবশ্যই আপনি যখন এই সাইটগুলোর (DA-PA) চ্যাক করবেন তখন আপনি দেখতে পারবেন তাদের কথাগুলোই ঠিক!

এখণ আপনি যদি লোভে পড়ে এই লিঙ্কগুলো কিনেন তাহলে আপনার ওয়েবসাইটের রেঙ্কিং এর ক্ষতি হবে! তাছাড়া ব্যাকলিঙ্ক কিনার ফলে মাঝে মাঝে দেখা যায় সার্চ ইঞ্জিন গুলো তাদের ইনডেক্সিং থেকে সাইট বাতিল করে দেয়! কারন সার্চ ইন্জিন শুধুমাত্র এই লিঙ্কগুলো পছন্দ করে যে লিঙ্কগুলো ন্যাচারাল। তাছাড়া গুগলের এলগোরিদম আপডেটে এটা ক্লিয়ার করে বলা হয়েছে যে লিঙ্ক কিনা এবং বিক্রয় সবকিছুই স্প্যাম!

এই লিঙ্কগুলো শুধুমাত্র আপনার রেঙ্কিংয়ের ক্ষতি করবে যে তা নয় আপনার সাইটেরও ক্ষতি করতে পারে! কারন গুগল এই বিষয়ে সবাইকে ক্লিয়ার করে দিয়েছে,। লিঙ্ক কিনা এবং লিঙ্ক বিক্রি করা থেকে বিরত থাকার জন্য! তাই লিঙ্ক কিনা থেকে বিরত থাকবেন এতে আপনারই মঙ্গল হবে।

২. খারাপ সাইট থেকে লিঙ্ক তৈরী করাঃ-

এখানে খারাপ সাইট বলতে যা বুঝানো হয়েছে তা হলো স্প্যাম সাইট, ডুপ্লিকেট কনটেন্ট সাইট, auto blogging, illegal সাইট, পর্ন ইত্যাদি সাইট। কারন এই সাইটগুলো থেকে লিঙ্ক তৈরী করা সম্পুর্ণ ইলিগাল।

কারন সার্চ ইন্জিন এই সাইটগুলোকে রেঙ্কিংয়ের ক্ষেত্রে ইলিগাল মনে করে। আপনি যদি আপনার রেঙ্কিং বাড়ানোর আশায় এসব সাইট থেকে ভুলেও লিঙ্ক তৈরী করেন তাহলে আপনি নিশ্চয়ই একদিন সার্চ ইন্জিন থেকে পেনাল্টি খাবেন।

আর আপনি যদি যেকোন একবার পেনাল্টি খান তাহলে আপনার রেঙ্কিং গুলো একেবারে পিছিয়ে যাবে! এখন দেখেন নিজের ভালো কেনা বুঝে। তাই অবশ্যই সাইট এ রেঙ্ক করার জন্য এই সকল সাইট এ ব্যাকলিঙ্ক করা থেকে বিরত থাকতে হবে।

৩. নো ফলো ব্যাকলিঙ্কঃ-

নো ফলো ব্যাকলিঙ্ক আসলে কোন লিঙ্কগুলো। আশা করি সবাই বুঝেন এই লিঙ্কগুলো কোন ধরনের হয়!।

তবুও যারা জানেন নাহ তাদের জন্য নিচে উদাহরন দিলাম। For example: Link Text এই লিঙ্কগুলো রেঙ্কিং এর ক্ষেত্রে অনেক ক্ষতিকর।

তাছাড়া সার্চ ইন্জিন মনে করে এই লিঙ্কগুলো স্প্যাম। Nofollow links won't hurt you unless you're spamming at a huge scale. But, these links are not calculated as a backlink and don't help a page's placement in the SERP. So you have to keep one thing in mind! You must create the do follow link! গুগল পরিষ্কার ভাবে উল্লেখ করছে যে তারা অনেক সময় অবহেলা করে এই লিঙ্কগুলো । আপনি ব্যাক লিঙ্ক বিল্ডিং এর জন্য ডুফলো এর উপর বেশি কাজ করেন। তাছাড়া আপনাকে অবশ্যই আরেকটি বিষয় মাথায় রাখতে হবে।

আপনি যদি শুধুমাত্র do follow link তৈরী করেন তাহলেও এটা স্প্যাম বলে গন্য হবে। আপনি do follow link এর পাশাপাশি কিছু no follow link তৈরী করতে পারেন। তবে তা খুবই স্বল্প পরিমানে। কারন এই গুলো আপনার রেঙ্কিং বৃদ্ধিতে তেমন একটা সহযোগিতা নাও করতে পারে।

৪.হাই পেজ রেঙ্ক সাইট হতে ব্যাকলিঙ্কঃ-

হাই পেজ রেঙ্ক বলতে আমরা সাধারনত যা বুঝি তা হলো হাই কোয়ালিটি ডোমেইন অথোরিটি ( DA) এবং পেজ অথোরিটি ( PA) যুক্ত সাইট।

আমরা অনেক সময় অনেকগুলো লিঙ্ক পাওয়ার আশায় লো কোয়ালিটি ডোমেইন অথোরিটি ( DA) এবং পেজ অথোরিটি ( PA) সাইট থেকে লিঙ্ক বিল্ডিং করে থাকি! যদিও হাই পেজ রেঙ্ক যুক্ত থেকে বেকলিঙ্ক পাওয়া কিছুটা কষ্টসাধ্য ব্যাপার।

তবুও আপনি যদি হাই পেজ রেঙ্ক সাইট থেকে একটাও লিঙ্ক সংগ্রহ করতে পারেন তাহলে লো পেজ রেঙ্ক ১০০ টি লিঙ্কের সমান এই লিঙ্কটি হবে। এখন প্রশ্ন হতে পারে কিভাবে লিঙ্ক তৈরী করতে পারেন। তার অনেকটা পন্থা আছে৷ যার মধ্যে একটি হলো গেস্ট ব্লগিং। আপনার হাই পেজ রেঙ্ক সাইটে গেষ্ট পোষ্ট করতে পারেন।

এবং এতে করে আপনি ভালো কোয়ালিটি যুক্ত একটি লিঙ্ক পাবেন৷ যা আপনার রেঙ্কিং এ অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হলো শুধুমাত্র হাই কোয়ালিটি বেকলিঙ্ক তৈরী করলে হবে নাহ। অর্থাৎ আপনি যদি ১০০ টি হাই কোয়ালিটি লিঙ্ক তৈরী করেন তাহলে কমপক্ষে ৫-৭ টি লো কোয়ালিটি লিঙ্ক তৈরূ করুন।

নোট: ব্যাকলিঙ্ক পেজ রেঙ্ক হইতে ০ এবং ১ মূলত খুবই লো, পেজ রেঙ্ক ২ এবং ৩কিছুটা গ্রহণযোগ্য, পেজ রেঙ্ক ৪ অথবা এর উপরে জাস্ট ফাইন।

৫.অপ্রাসঙ্গিক সাইট হতে ব্যাকলিঙ্ক তৈরী করাঃ-

এখানে অপ্রাসঙ্গিক বলতে বুঝানো হয়েছে আপনার সাইটের নিচ অর্থাৎ আপনার সাইট এর বিষয়বস্তু থেকে অন্য বিষয়বস্তু যুক্ত থেকে ব্যাকলিঙ্ক তৈরী করা। বিষয়টি আরো স্পষ্ট করা যাক।

উদাহরনঃ- আপনার সাইটের প্রত্যেকটি পোষ্ট ব্লগিং সম্পর্কে লিখা। অর্থাৎ যদি আপনার সাইটটি ব্লগটির নিচ হয় ব্লগিং। তাহলে আপনি শুধুমাত্র ব্লগিং নিচ যুক্ত সাইট থেকে লিঙ্ক তৈরী করলে ভালো হবে। কারন আপনি যদি আপনার সাইট রিলেটেড সাইট থেকে লিঙ্ক তৈরী করেন তাহলে এই লিঙ্কগুলো আপনার রেঙ্কিং এর ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখবে। তাই সবসময় এটা চেষ্টা করবেন আপনার কিইওয়ার্ড রিলেটেড এবং আপনার ওয়েবসাইটের নিচ সম্পর্কিত সাইট থেকে লিঙ্ক তৈরী করার।

তাহলে এই লিঙ্কগুলো হবে অনেকটা কার্যকরী। নোট: “ক্লিক করুন এখানে” বা “চেক করুন এটা” এই সব টাইপ এর আংকর টেক্সট এ কখনো ব্যবহার করবেন না। যদিও হাই পেজ রেঙ্ক সাইট ওয়ালা থেকে ব্যাকলিঙ্ক পাওয়া সব সময়ের জন্য ভালো কিন্তু যদি আপনি আপনার টার্গেট কীওয়ার্ড বা প্রাসঙ্গিক কীওয়ার্ড দিয়ে আংকর টেক্সট হিসাবে ব্যাকলিঙ্ক পেতে পারেন। তাহলে এটা খুবই কার্যকারী হবে আপনার সাইট এর রেঙ্ক করার জন্য।

৬.কিছু দিনের এর মধ্যে বিপুল পরিমান বেকলিঙ্ক তৈরী করাঃ-

আপনি যদি কখনও এটা ভেবে থাকেন যে আপনি কম সময়ের মধ্যে অনেকগুলো লিঙ্ক তৈরী করলে তা আপনাকে সাহায্য করবে। তাহলে আমি আপনাকে বলবো আপনি আপনার এই মানসিকতাটা বদলে ফেলুন। কারন এটা আপনার ভুল ধারনা। এখন আপনার প্রশ্ন হতে পারে কেন? উদাহরন হিসাবে একটা কথা বলা যায় যেকোন কিছুই কম সময়ের মধ্যে অধিক পরিমান ভালো নয়৷ মনে হয় আপনার বুঝতে আর বাকি নেই।

অনেক সাইটে দেখা যায় সাইটের ভিজিটরের চেয়ে বেকলিঙ্ক এর পরিমান অনেক বেশি। তাছাড়া এটা কোন সমস্যার কিছু নাহ। তবে এটা তখনই সমস্যার কারন হয়ে দাড়াবে যখন আপনি লিঙ্কগুলো খুব শিঘ্রই তৈরী করবেন।

যদিও এই ধরনের লিঙ্ক বিল্ডিং গুলোকে স্প্যাম বললেও বেশি হবে নাহ। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে প্রতিদিন কতটা বেকলিঙ্ক তৈরী করলে ভালো হবে? আপনি প্রতিদিন একটা করে বেকলিঙ্ক তৈরী করতে পারেন।

যদিও প্রতিদিন বললে ভুল হবে।আপনি এটা চেষ্টা করবেন একদিন পর পর একটি করে বেকলিঙ্ক তৈরী করার। তাছাড়া কখনও কখনও চেষ্টা করবেন। দুই তিন দিন পর পর একটা লিঙ্ক তৈরী করার। তাহলে লিঙ্কগুলো হবে ন্যাচারাল লিঙ্ক। এবং এই লিঙ্কগুলো আপনার সাইট রেঙ্কিং এ মুখ্য ভুমিকা পালন করবে।

সৌজন্যে, Facebook Help BD

Comentarios

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন