সাগু দানার পায়েস

Yorumlar · 840 Görüntüler

এরচেয়ে সহজ রেসিপি আর হয় না। খেতে অসাধারণ, ভীষণ স্বাস্থ্যকর।

উপকরণ: সাগু দানা, দুধ, চিনি, এলাচের গুঁড়া, জায়ফলের গুড়া।

প্রণালি: প্রথমে সাগু দানা পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রায় ১০ মিনিট। এরপর শুধু দুধে সাগু দানা কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে পরিমাণমতো চিনি দিয়ে। দুধ ঘন হয়ে হলে এলাচ বা জায়ফলের গুড়া চড়িয়ে ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করতে হবে। কত দ্রুত তৈরি হয়ে গেল সুস্বাদু পায়েস।




 

Yorumlar

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন