সরস্বতী পূজা আজ

Comments · 1205 Views

আজ সরস্বতী পূজা। জ্ঞানের দেবীর আরাধনায় মেতেছে দেশের সনাতন ধর্মাবলম্বীরা।

বাড়ির পাশাপাশি স্কুল-কলেজেও চলছে দেবীর আরাধনা। ভোর থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে পূজার তোড়জোড়। সকাল থেকেই ঘরে ঘরে উলুর ধ্বনি,। পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাস্ত্রীয় বিধান অনুসারে, শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা করা হয় সাধারণ আচারাদি মেনেই। তবে এই পূজায় বেশ কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়। যেমন অভ্র-আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ, বাসন্তী রঙের গাঁদা ফুল। পূজা শেষে হয় পুষ্পাঞ্জলি। পরদিন সকালে ফের একবার পূজার পর চিঁড়ে ও দই মেশানো দধিকর্মা ঠাকুরকে নিবেদন করে পূজা শেষ হয়।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গতকালই সরস্বতী দেবীর মূর্তি স্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ রাজধানীর বড় সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ পূজা উদযাপন করা হয় সাড়ম্বরে। শিক্ষার্থীদের আয়োজনেই মূলত উদযাপিত হয়। দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পূজা নিয়ে সাজ সাজ রব। সবমিলিয়ে জ্ঞানের দেবীর পূজায় মাতোয়ারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা।

 

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন