“নিকট আত্মীয়দের কাছ থেকে রক্ত গ্রহণ নয়”


নিকট আত্মীয়দের কাছে রক্ত গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন আজগর আলি হাসপাতালের ডঃ প্রফেসর মনজুর মোরশেদ

.

নিকট আত্মীয়দের কাছে রক্ত গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন আজগর আলি হাসপাতালের হেমাটলজি বিশেষজ্ঞ ডঃ প্রফেসর মনজুর মোরশেদ। বুধবার কাকরাইল এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

রক্ত পরিসঞ্চালনের বাস্তব সমস্যা এবং প্রচলিত ভ্রান্ত ধারণা নিয়ে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মুগদা জেনারেল হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ জান্নাতুল ফেরদৌস । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের মহাসচিব ডাঃ মোঃ আবদুর রহিম।
ডাঃ মোর্শেদ জানান,নিকট আত্মীয়দের কাছ থেকে রক্ত গ্রহণ করলে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ নামে একটি বিরল রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভবনা ৮০-৯০ শতাংশ। বাংলাদেশে মোট সংগ্রীহিত রক্তের ৭০ ভাগ যেহেতু আত্মীয় পরিজনদের কাছ থেকে আসে। তাই দেশের অনেক মানুষেরই এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানান তিনি।
 
এছাড়াও ডাঃ মোর্শেদ বলেন,চিকিৎসক এবং রোগীরা মনে করেন রক্তদানের পর গরম রক্তই ফ্রেশ ব্লাড। কিন্তু এই ধারণা সম্পূর্ন ভূল। রক্তদানের  পর অন্তত ১১-১৪ দিন পর্যন্ত রক্ত ফ্রেশ থাকে বলে জানান তিনি। এবং রক্ত নূন্যতম ২৪ ঘন্টা ফ্রিজে থাকলে অনেক ব্যাক্টেরিয়া, যেমন - সিফিলিস, নিস্ক্রিয় হয়ে যায়। তাই তথাকতিথ ফ্রেশ ব্লাড পরিসঞ্চালন থেকে সকল ডাক্তার এবং রোগীদের বিরত থাকার জন্য আহ্বান জানান ডাঃ মোর্শেদ ।

Comments


Md Jobayer Mahmud 6 years ago

Nice post...
মহিলাদের স্তন ক্যান্সারের প্রতিরোধ স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। উন্নত দেশে নারীরা স্তন ক্যান... Read more
http://www.bestearnidea.com/womens-breast-cancer-prevention/

 
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry