নামায না পড়ে,ঘুমিয়ে,টিভিতে খেলা দেখে,ব্যস্ততা দেখিয়ে,কাপড় নাপাক,কাল থেকে পড়বো এমন কথা বলা বা এমন কাজ করা অনেক মানুষই পৃথিবী থেকে বিদায় নিছে!!! # টাখনুর নিচে প্যান্ট পরা অনেক স্মার্ট ও হ্যান্ডসাম যুবকও পৃথিবীর সবাইকে ছেড়ে চলে গেছে,, # নামায না পড়া সমাজের চোখে অনেক গন্যমান্য ব্যক্তিই আজ পাকা কবরের ভিতরে নিঃশব্দে ঘুমিয়ে আছে! # সামনে বিসিএস পরীক্ষা!! সামনে ফাইনাল পরীক্ষা!! নামাযে গেলে সময় নষ্ট হয়ে যাবে!! তারাও আজ নিখোঁজ!! আজ কোথায় তাদের স্কুল কলেজ?? ইউনিভার্সিটি??? অফিস আদালত?? # দাড়ি না রাখা ক্লিন শেভ করা অনেক স্মার্ট মানুষকেও কবরে যেতে হয়েছে,, কোথায় তারা?? আর তাদের স্মার্টনেস ই বা কোথায়??? যারা তাদের রুপের প্রশংসা করতো তারা আজ কোথায়??? # গার্লফ্রেন্ড ছাড়া চলতেই পারে না, ববয়ফ্রেন্ডকে বর বানানো সেই যুবতীদের অনেকেই আজ কবরে!! কোথায় গেলো সেই ভালোবাসা?? কোথায় গেলো তোমার হিরো??? ক্ষমতা থাকলে তোমার হিরোকে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইতে বলো, আর তোমার থাকলে তুমি তাকে বাঁচাইও! # তোমাদের চলাফেরা দেখলে ক্ষোভে,দুঃখে, কষ্টে মাথাটা নিচু হয়ে যায়! মেয়েরা তোমরা এমন ভাবে চলো যে শুধু চোখ নিচু নয়, কানে আঙ্গুল দিয়ে হাটতে হয়, তোমাদের ঐসব খারাপ কথাগুলো সত্যিই লজ্জ্বায় ফেলে দেয়, পথে ঘাটে,ভার্সিটিতে,ট্রেনে, সবজায়গাতেই সীমালঙ্ঘন করো, তোমরা কি বুঝো না?? নাকি বুঝতে চাও না??? . # স্মার্ট ছেলেদের সিগারেটের ধোয়ায় জীবন বেরিয়ে যায়,, তারা স্মার্টনেসের ঠেলায় বাথরুমে গিয়েও সিগারেট খায়। . দোকান থেকে হিসাবের খাতা কিনে হিসাব করো, দেখবে তোমার আমল নামাতে যেটা থাকার কথা ছিলো সেটাটা নাই, তুমি নিজেই সেদিন বলবে আসলেই কি এটা আমি ছিলাম??
Поиск
популярные посты





