বরফে ঢেকে গেছে শিমলা ও মানালি

Reacties · 465 Uitzichten

বরফে ঢেকে গেছে ভারতের হিমাচল প্রদেশ, বন্ধ হয়ে গেছে রাস্তা।

তুষারপাতের কবলে পড়েছে হিমাচলের শিমলা ও মানালি এ দুটি শহর। বন্ধ হয়ে গেছে ২৫০টি রাস্তা। শিমলার নারকান্দায় তুষারপাতে আটকে আছে অনেক পর্যটক। সেখানে রাস্তাঘাটে বরফের পুরু চাদর দেখা যায়। তার ওপর পড়ে আছে গাছ। রাস্তাঘাটও পিচ্ছিল হয়ে গেছে। রাস্তাঘাট, ঘরবাড়ির পাশাপাশি দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতেও বরফের পুরু চাদর পড়েছে। একই অবস্থা মানালির। গত ২৪ ঘণ্টায় শিমলা ২২ সেন্টিমিটার, ডালহৌসি ৩৫ সেন্টিমিটার আর মানালি ২০ সেন্টিমিটার তুষারপাতে বিপর্যস্ত। কল্পা, লাহুল আর স্পিটিরও অবস্থা একই। চলতি শীতে উত্তর ভারতে শৈত্যপ্রবাহ রেকর্ড তৈরি করেছে।

 
Reacties

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন