ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা।


ঝিনুক মাত্র এক ফোঁটা বৃষ্টির জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করে। কখনো সে বিরক্ত হয়না। ধৈর্য হারা

.

(১) মুরগী ডিম দেয়। একটি ডিমের দাম মাত্র দশ টাকা। কিন্ত ডিম দিয়েই 'খকখক' আওয়াজ করে সারা বাড়ির লোকদের জানিয়ে দেয় সে 'ডিম' প্রসব করেছে।
অথচ ঝিনুক। লক্ষ টাকার মুক্তো প্রসব করে। নিরবে,নিভৃতে থাকে ।তুমি ঝিনুকের মত দামি হতে চাও? ক্ষুদ্র আমল করে জাতিকে জানিয়ে দেয়ার ঘৃণ্য মানসিকতা পরিহার কর।

(২) বৃষ্টির পানি দিয়ে ঝিনুকের পেটে তৈরি হয় মুক্তো। আর এই পানি গ্রহনের জন্য সে সময় বাছাই করে অমাবস্যার রজনী। যখন চারিদিকে বিরাজ করে ঘুটঘুটে অন্ধকার। তুমি মালিকের নৈকট্য চাও?
ওঠে যাও শেষ রাতে। যখন দুনিয়ার তামাম মাখলুকাত ঘুমের ঘরে আচ্ছন্ন। লুটে পড়ে যাও সিজদায়।

(৩) ঝিনুক মাত্র এক ফোঁটা বৃষ্টির জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করে। কখনো সে বিরক্ত হয়না। ধৈর্য হারা হয় না। তুমি জীবনে উন্নতি করতে চাও? 'সবর' কে গলার মালা হিসেবে গ্রহণ কর।
কখনো কোন কাজে বিরক্তির কোন ভাব যেন তোমার চেহারায় ফোটে না ওঠে।

(৪)ঝিনুক একফোঁটা বৃষ্টিজল নিয়েই
সে তৃপ্ত থাকে। তার হাজার ফোঁটার দরকার হয়না। তুমি জীবনে সুখী হতে চাও? 'কানাআত' তথা অল্পে তুষ্ট থাকো। হাহুতাশ করনা কখনো। যে কোন অবস্থায় থাকনা কেন, সধা সর্বধা আলহামদুলিল্লাহ্ বল।
শান্তির জিন্দেগি লাভ করবে।

#সবাই যেন এটা থেকে শিক্ষা গ্রহন করি।

Comments


Md Abdullah 5 years ago

sotti khub sundor hoiche vay

 
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry
 
Muhammad Rakibul Islam 5 years ago

খুব ভালো লাগলো।

 
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry