আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করে সংস্থাটি।
আজ রবিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও মানবাধিকার আন্দোলনের নেত্রী সংসদ সদস্য আরমা দত্ত। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আরমা দত্ত বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আন্তর্জাতিক নারী দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতা সৃষ্টির জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলো কাজ করছে। ফলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নারী নেতৃত্ব আরো বেশি অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্মাননাগ্রহণের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে উন্নয়নকর্মী জেসমিন প্রেমা বলেন, 'নারী দিবসের এই সম্মাননা আমি সমাজের সুবিধাবঞ্চিত নারীদের কাছে উৎসর্গ করছি। একটি নারী প্রধান সংস্থার চেয়ারম্যান হিসাবে স্কাসের এই অর্জন শুধু আমার নয়, এটি সমগ্র নারীদের অর্জন।
জেসমিন প্রেমা আরো বলেন, 'নারীদের এখন সামনে আসার সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তাই সকল নারীকে নিজের অবস্থান তৈরি করে নিতে হবে।'
		
		
		
		
	
	
	
	
	




