আমাদের এই তথাকথিত ভদ্র সমাজের নিয়ম গুলো অনেক কঠিন,তাই না? এই নিয়ম গুলো ভাঙলেই আপনি হয়ে যাবেন সমাজ বিরোধী,ছোট লোক,পাপী,বদমাস এবং অত্যন্ত খারাপ একজন।আরো কত কি! না-ই বা বললাম সেগুলো।
সমাজ-সংসার বলে একটা কথা আছে।সেই সংসারের নিয়ম-কায়দা না মানলে আপনি সোজাসুজি সংসার থেকে বিতাড়িত হবেন।বেশি সময় লাগবে না।পাছে মানুষের কথায় এই কাজ গুলো খুব দ্রুত আগাতে জানে।
আর এই সমাজ-সংসারের নিয়ম মানতে গিয়েই কত মানুষ মৃত্যবরণ করছে।শারীরিক মৃত্যু না।আমি মানসিক মৃত্যুর কথা বলছি।
বিনি সুতোয় গাথা একটা মানুষের হাজারটা স্বপ্ন যখন এই সমাজ-সংসারের নিয়ম মানতে গিয়ে শেষ হয়ে যায়,ছিড়ে যায় খুব যত্ন করে বোনা সুতো।তখন মানুষের মানসিক মৃত্যুই ঘটে।সে নিজের কাছে মরে যায়।আর কাউকে তখন সে পাত্তা দিতে চায় না।পরয়ানা করে না কাউকে।করবে কি করে?সমাজের মানুষগুলোই তো তার হাজার টা স্বপ্ন ভাঙতে বাধ্য করে।
আপনি হয়তো আশে পাশে খেয়াল করে দেখবেন,খুব যত্নে থাকা দুজন! যারা কিনা দুজন-দুজনকে খুব ভালোবাসে।তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি ছাড়ায় তাদেরকে একে অপর থেকে আলাদা হয়ে যেতে হয়।তারা নিজের ইচ্ছাতে আলাদা হয় না।সমাজ,সমাজের মানুষ তাদের বাধ্য করে আলাদা হতে।অনেকের চোখেই পড়বে না হয়তো এমন ঘটনা।কারন,এই সম্পর্ক গুলো খুব আড়ালে শেষ হয়ে যায়।পাশাপাশি না থাকলেও তাদের ভালোবাসার কখনো মৃত্যু হয় না।বলে না,সত্যিকারের ভালোবাসা কখনো মরে না।ঠিক তাই 
:-) এই ভালোবাসার সম্পর্ক গুলো কখনো শেষ হয় না।
হয়তো তাদের হাজারটা স্বপ্ন শেষ হয়ে যায়।বাকি থাকে সবই পূরন করার।কিন্তু একজন আরেকজনের প্রতি শ্রোদ্ধা-ভালোবা
এই সম্পর্ক গুলো শেষ হওয়ার হাজারটা কারন আছে।এই ধরেন, সময়।সময় আপনার সাথে খুব স্মুথলি খেলা করবে।যেটা সেম এজ রিলেশনের ক্ষেত্রে বেশি হয়ে থাকে।মেয়েটার বাসায় বিয়ে ঠিক করে ফেলে। তখনও হয়তো ছেলেটা নিজেকে চালানোর মত শক্তি অর্জন করতে পারে না।আরেকজনের দায়িত্ব কিভাবে নিবে?তখন দুইজনেই, দুইজনের সিদ্ধান্তেই খুব ভালোভাবেই সম্পর্কের বন্ধনটা কেটে ফেলে।কিন্তু তারা চাইলেও কখনো তাদের ভালোবাসাটাকে মারতে পারে না।এটা হয় না।তিলে তিলে দুইটা মানুষ শেষ হয়ে যায় ভেতর থেকে।বাইরের হাসি মুখ টা জাস্ট সো অফ। 
:-)
বাদ দিন এসব কথা।এইগুলো সমাজের মাথা মোটা মানুষদের মাথায় ঢুকবে না।তারা শুধু জানে অনুভূতির মৃত্যু ঘটাতে।তারা শুধু জানে তাদের ইচ্ছা গুলোকে কিভাবে আর কারো উপর চাপিয়ে দেওয়া যায়।তাতে মানুষ মরুক আর বাঁচুক।তাতে তাদের কিছু যায় আসে না।ইচ্ছা গুলো চাপাতে পারলেই হয়।তাতেই তারা মনে করে যাদের উপর ইচ্ছা গুলো চাপিয়ে দেওয়া হল,তারা তাতে অনেক অনেক অনেক সুখে থাকবে।হুহ! হায়রে সমাজ ব্যবস্থা,হায়রে সমাজের মানুষ ?
আপনারা তো খুনি।এর চেয়ে বড় খুন আর কি হতে পারে? ? 
				 Search			
		
				 Popular Posts			
		
		
		
		
		
	
	
	
	
	




