ইরানের একটি দৃষ্টিনন্দন সুন্নি মসজিদ

Comments · 521 Views

ইরানের মোট জনসংখ্যার ৯০ ভাগ শিয়া এবং প্রায় ১০ ভাগ সুন্নি মুসলমান। সারা ইরানে সুন্নি মুসলমানদের পরিচালিত বা তাদের নিজস্ব ১৫ হাজার মসজিদ রয়েছে যা শিয়া মুসলমানদের মসজিদের সংখ্যার চেয়েও বেশি।

বর্তমানে তেহরানে সুন্নি মুসিলমেদর নিয়ন্ত্রিত ৯টি মসজিদ চালু রয়েছে।

ইসলামী বিধান অনুযায়ী মসজিদ হচ্ছে আল্লাহর ঘর যেখানে সব শ্রেণীর মুসলমানই প্রবেশ করতে ও ইবাদত করতে পারেন। ইরানে শিয়া মুসলমানরা সুন্নি-প্রধান এলাকার মসজিদেও নামাজ আদায় ও ইবাদত করে থাকেন।

অন্যদিকে সুন্নি মুসলমানরাও শিয়া প্রধান এলাকার মসজিদে নামাজ আদায় ও ইবাদত করে থাকেন।

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে অবস্থিত দৃষ্টিনন্দন একটি মসজিদ হলো ‘শাফেয়ী জামে মসজিদ’। তুর্কিদের মসজিদের ডিজাইনে ১৯৪৫ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে।

মসজিদটির বিশাল বিশাল মিনার পুরো শহরের সৌন্দর্য ব্যাপক বৃদ্ধি করেছে। এটি একটি সুন্নি মসজিদ। মসজিদের এক প্রান্ত গিয়ে মিশেছে কেরমানশাহ বাজারের সঙ্গে।

Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন