এক তরফা ভালোবাসা

التعليقات · 342 الآراء

এক তরফা ভালোবাসা

One Side Love

বা এক তরফা ভালোবাসা

যেটা শুধু একজনকেই কাদায়

কখনো তাকে ছুঁয়ে দেখা হবে না।

তবুও কেনো জানি তাকে বড্ড বেশি ভালোবাসি কারন টা সত্যি জানিনা

যখন সে আমার সামনে অন্য কারো সাথে হাতে হাত রেখে হাঁটে

তখন কেমন জানি বুকের ভেতর একটা কম্পন হয়

সে তো ভালোই আছে তা জেনেই খুশি থাকি

কারন তার ভালো থাকার মধ্যেও অনেকটা আনন্দ

হঠাত্ করেই চোখের কোনে জল আসে

আবার তাকে ভেবেই হাসতে থাকি কারন সে ভালো আছে

তার কাছ থেকে এতো অবহেলা পাওয়ার পরেও

বেহায়ার মতো মনটা ছটফট করার নামই হয়তো ভালোবাসা

আমি খন তাকে নিয়ে আমার পৃথিবী সাজাতে ব্যাস্ত

ঠিক হয়তো তখন সে অন্য কারো পৃথিবীতে মগ্ন

হয়তো তাকে কখনো বোঝাতে পারবো না তাকে আমি কতটা ভালোবাসি

হয়তো সে কখনোই জানবে না

তার জন্য কতটা পাগল আমি

তবুও তাকে নিয়েই স্বপ্ন সাজাতে ভালো লাগে

হ্যাঁ হয়তো একতরফা ভালোবাসা গুলো কখনো পূর্ণতা পায় না

তাতে কি আমি না হয় দুর থেকেই ভালোবাসবো

থাক না কিছু ভালোবাসা অপূর্ণতায়

التعليقات

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন