বাঁশের বদনাম শুনে শুনে আমি ক্লান্ত

Комментарии · 364 Просмотры

বাঁশের বদনাম শুনে শুনে আমি ক্লান্ত

বাঁশ
####
বাঁশের বদনাম শুনে শুনে আমি ক্লান্ত,
অথচ বাঁশের গুণের নেই তো অন্ত।
বাঁশের কঞ্চি মানুষ করেছে যাদের
স্মৃতির পাতায় লেখা রয়েছে তাদের।
বাঁশের বাঁশিতে কতনা রয়েছে জাদু!
বাঁশি বাজিয়ে প্রেম করেছে নানু দাদু ।
ঘরের খুটি, আড়া বেড়া কত কি
বাঁশ ছাড়া নিরুপায় বাবুজি।
ঝুড়ি, কুলো সহ হাজারো সামগ্রী
বাঁশ ছাড়া বলো না উপায় কি?
বাঁশ আমাদের উপরে উঠার শিড়ি
বাঁশের মাচায় দাদা টানে বসে বিড়ি।
রাতের আধারে এলাকায় ঢোকে চোর
বাঁশ ছাড়া সস্তা লাঠি কি তোর?
হালচাষ করে দাদা ফেরে হাতে পাচোনি
বেহুদা কথায় দাদি ঠিক হয় খেয়ে প্যাদানি
তার পরেও এতো কেন তার বদনাম
ঘরে বসে থেকে নেই কি তোর কোন কাম।
Комментарии

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন