শুভ হোক নতুন বছর

Comentarios · 602 Puntos de vista

বিদায় ২০১৯, স্বাগত ২০২০। শুভ হোক নতুন বছর। নতুন বছরটি আনন্দে, শান্তিতে ভরে উঠুক-এই প্রত্যাশা।

প্রতিদিনের মতো আজও একটি সূর্য্য- একটি ভোর দেখছে বিশ্ববাসী। কিন্তু আজকের উঠা নতুন সূর্য্য ও ভোরটি বিশ্ববাসীকে জানান দিচ্ছে একটি নতুন ভোরের-একটি নতুন বছর ইংরেজি-২০২০ ‘হ্যাপি নিউ ইয়ার’।
ইতোমধ্যে কালের পরিক্রমায় হারিয়ে গেলো ২০১৯। জীর্ণ ঝরাপাতার মতো ঝরে গেছে বিদায়ী বছরের ক্যালেন্ডারের পাতাও। মহাকালের অতল গর্ভে হারিয়ে গেলো অনেক প্রাপ্তি-অপ্রাপ্তির সাক্ষী হয়ে থাকা আরও একটি বছর।
অতীতের কলুসতা ঝেড়ে ফেলে নতুন বছরে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, সমৃদ্ধ, বিভাজনহীন ও সুন্দর দেশ, জাতি সমাজ পাব আমরা- এটাই সবার প্রত্যাশা। তাই ২০২০ কে সার্বিক সফলতার প্রত্যাশা নিয়ে বরণ করছে বিশ্ববাসী।
বিগত দিনের সমস্ত ব্যর্থতার গ্লানি ভুলে নতুন স্বপ্নে জীবনও সমাজকে সাজানোর প্রত্যাশায় বুক বেঁধেছে বাঙালি জাতি।
নতুন বছরে সবারই প্রত্যাশা- কেটে যাক সকল বাধা, আরও সচল হোক অর্থনীতির চাকা। বন্ধ হোক সামপ্রদায়িক বৈসম্য, সমৃদ্ধ হোক মাতৃভূমি বাংলাদেশ। চেতনায় জাগ্রত আবহমান সেই মাঙ্গলিক বোধ অতীতের জীর্ণতার হিসেব থাক বিস্মৃতির কালগর্ভে, সকলেই প্রত্যাশায় বুক বাঁধি নতুন দিনের সূর্যালোকে। উদ্ভাসন হোক সজীব-সবুজ নতুনতর সেই দিনের, যা মুছে দেবে অপ্রাপ্তির বেদনা, জাগাবে নতুন প্রত্যয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবার প্রেরণা।
মহান মুক্তিযুদ্ধের গৌরবে যার উদ্ভাসন সেই স্বাধীন রাষ্ট্রে এটাইতো দেশবাসীর স্বাভাবিক প্রত্যাশা। প্রত্যাশা-প্রাপ্তির যোগ-বিয়োগ কষতে গিয়ে সব সময় যে হূদয় আলোকিত হবে তা কিন্তু নয়, তবু যা কিছু পেয়েছি সেটাকেই বড় করে দেখতে হবে। সেখানটাতেই জীবনের গতি, সমাজের অগ্রসরতার চাকা ঘূর্ণায়মান।
খ্রিস্টীয় বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে ৩১ ডিসেম্বর দিবাগত রাত ঘড়ির কাঁটা ১২টা বাজার সাথে সাথে বিশ্ববাসীসহ বাংলাদেশের মানুষ খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের উৎসব শুরু করে। এ উপলক্ষে আতশবাজি, কনসার্টসহ বিভিন্ন ধরনের আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
অনেক সময় এ উল্লাসের মাত্রা ছাড়িয়েও যায়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকে রাজধানীসহ সারাদেশ- যা প্রতিবছরের মতো এবারও নেয়া হয় সকল প্রস্তুতি।
২০২০ এর নতুন বছরে দেশবাসীর প্রত্যাশা: মাদক ও জঙ্গিবাদ নির্মূল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠন’ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মূল্যস্ফীতি হ্রাসসহ অর্থনৈতিক দূরাবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর অফুরন্ত শক্তি। নতুন বছরের সূর্যের আলো এসব প্রত্যাশা পূরণে সহায়ক হোক, জ্বলে উঠুক শুভবোধের আলো, মঙ্গল ও কল্যাণের আলো।
নতুন বছরে দেশের ১৬ কোটি মানুষ যেন গাইতে পারে সুখ-শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধশালী বাংলাদেশের জয় গান। জয় হোক মানবতার- জয় হোক সভ্যতার। জয় হোক আমাদের মাতৃভূমি।

Comentarios

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন