মুক্তিযুদ্ধ জাদুঘর

Comments · 633 Views

মুক্তিযুদ্ধ জাদুঘর এখন মুক্তিযুদ্ধবিষয়ক দেশের একটি প্রধান প্রতিষ্ঠান।

মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকাস্থ সেগুনবাগিচার একটি পুরানো দ্বিতল বাড়িতে প্রতিষ্ঠিত হয়। এর প্রবেশ পথেই রয়েছে ‘শিখা চিরন্তন’, প্রস্তরে উৎকীর্ণ করা আছে মুক্তিযুদ্ধ জাদুঘরের অঙ্গীকার: সাক্ষী বাংলার রক্তভেজা মাটি, সাক্ষী আকাশের চন্দ্রতারা, ভুলি নাই, শহীদদের কোন স্মৃতি, ভুলবনা কিছুই আমরা।’

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাদুঘরটি। টিকিট ঘর থেকে প্রবেশ টিকিট কেটে র‌্যাম্পে হেঁটে যেতে হয় চতুর্থ তলায়। জাদুঘরের চারটি গ্যালারির দুটি এই তলায়। প্রথম প্রদর্শনকক্ষের নাম ‘আমাদের ঐতিহ্য, আমাদের সংগ্রাম’। এই প্রদর্শনকক্ষটিতে প্রাগৈতিহাসিক কাল থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান পর্ব, রাষ্ট্রভাষা আন্দোলন হয়ে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন পর্যন্ত দেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। ফসিল, প্রাচীন টেরাকোটা, মৃৎপাত্র, শিলাখণ্ডসহ নানা প্রকার নিদর্শনের সঙ্গে রয়েছে ঐতিহাসিক ঘটনা ও ব্যক্তির আলোকচিত্র। দ্বিতীয় প্রদর্শনকক্ষের নাম ‘আমাদের অধিকার আমাদের ত্যাগ’। এই কক্ষ থেকেই দর্শক সরাসরি ঢুকে পড়বেন মহান মুক্তিযুদ্ধের পর্বে। যেখানে আলোকচিত্র, নিদর্শন আর স্থাপনাকর্মে ফুটে উঠেছে ১৯৭০ সালের নির্বাচন, রেসকোর্স ময়দানে ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ, প্রতিরোধযুদ্ধ, মুজিবনগর সরকার গঠন।

এরপর সিঁড়ি বা লিফটে পঞ্চম তলায় গিয়ে দেখা যাবে বাকি দুটি গ্যালারি। এই গ্যালারি দুটির নাম ‘আমাদের যুদ্ধ, আমাদের মিত্র’ আর ‘আমাদের জয়, আমাদের মূল্যবোধ’।

 

 

 
Comments

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন