সুবিধা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান


সুবিধা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান

.

খুব খারাপ লাগে,যখন অসহায়,সুবিধা বঞ্চিত শিশুদের দিকে তাকাই। যখন দেখি অসহায় ও সুবিধা বঞ্চিত অবুঝ শিশুরা কিভাবে তাদের জীবন-যাপন করছে তখন নিজের কাছে খুব কষ্ট হয়। কেউ রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে আর কেউ ডাস্টবিন এর ময়লা-আবর্জনা থেকে তাদের ভাগ্য কুঁড়িয়ে বেড়াচ্ছে । ছেলেটির পা নেই, সে যখন কারো কাছে একটু সাহায্যের জন্য হাত পাতে তখন সমাজের ধনী ব্যক্তিরা তাকে এড়িয়ে চলে যায়, তখন ভাবি এই শিশুরা কি আমাদের সমাজের অংশ নয় ?

এরা ময়লা জামা-কাপড় পড়ে আছে বলে আমরা তাদেরকে আমাদের কাছে-ই ঘেষতে দেইনা ।আমরা ভাবি এরা সমাজের আবর্জনা। একটু মন দিয়ে ভাবুনতো-যেই শিশুদের আমরা অবহেলা করছি এরা কি মানুষ না? এরা কি বাংলাদেশ এর ভবিষ্যৎ প্রজন্ম নয়?

এদের কী পড়া-লেখার অধিকার নেই? এদের কি একটু আনন্দ  করার অধিকার নেই?এরা রাস্তায় থাকে বলে এদের কি একটি ভালো জামা পড়ার অধিকার থাকতে পারেনা??এদের কি একটু ভাল খাওয়ার ইচ্ছে হয়না?নাকি অধিকার নেই?

যদি তাদের এগুলোর সবই পাওয়ার অধিকার থাকে তাহলে কেন আমরা তাদের জন্য একটু সাহায্যের হাত বাড়াতে পারিনা? আমাদের হাতে ময়লা লাগবে বলে-ই কি আমরা এই অসহায় শিশুদের অবহেলা করছি? যদি তাই হয়, তাহলে জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন – কারা সমাজের আবর্জনা? একটু চিন্তা করুন;-এরা যদি আমার-আপনার ছেলে-মেয়ে বা ছোট ভাই-বোন হতো তাহলে আমরা কি পারতাম তাদের অবহেলা করতে?আমরা কি পারতাম তাদের সুবিধা বঞ্চিত করতে?

মানবতা ও মনুষ্যত্ত্বের চোখ দিয়ে দেখার চেষ্টা করি, এই অসহায় শিশুদের জন্য কিছু করা দরকার,আসুন এদের জন্য কিছু করি,জানি আপনি একা কিছু করতে পারবেননা । আপনি একা , আমিও একা,অর্থাৎ আমরা সবাই একা ।’

কিন্তু সবাই মিলে কি আমরা একা?আমাদেরকেই এদের জন্য কিছু করতে হবে । আমরা যদি এই অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সাহায্যের হাত না বাড়াই তাহলে তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে । কবি নজরূল বলেছেন-

"আমরা যদি না জাগি মা,

কেমনে সকাল হবে?”

আমরা যদি হাতে ময়লা লাগার  ভয়ে সাহায্যের হাত না বাড়ায়,তাহলে হয়তো তারা ঝুঁকে পড়বে বিভিন্ন ধরনের মাদকের দিকে, ধীরে ধীরে হয়ে পড়বে নেশাগ্রস্থ । আর এভাবেই বিভিন্ন নেশার কোলে ঢলে পড়বে আমাদের আগামীর ভবিষ্যৎ । আর এটা আমরা হতে দিতে পারিনা । তাই কাউকে না কাউকেতো সাহায্যের হাত বাড়াতে-ই হবে ।

তাইতো তারণ্যের দল জেগেছে, ইয়ুথ ওয়েভ বাংলাদেশ এর মাধ্যমে সুবিধা বঞ্চিত পথ-শিশুদেরকে একটি আনন্দময় নতুন সকাল উপহার দেওয়ার জন্য । তাই সকলের প্রতি আহ্ববান করছি, আমরা সকলেই যেন এই শিশুদের জন্য কিছু করি, তাদের স্বপ্ন পূরণে সহায়তা করি ।

এই কার্যক্রম এর মাধ্যমে ঐসব সুবিধাবঞ্ছিত পথশিশুদের পাশে দাঁড়িয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে যদি কেউ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করে তাদের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । এছাড়াও তরুনদের সংগঠন “বাংলাদেশ ইয়ংগার্স অর্গানাইজেশন” https://www.facebook.com/bdyoungersorganization  এর সদস্য সংগ্রহ চলছে –তাই যারা অসহায় পথ-শিশুদের জন্য কিছু করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন । যোগাযোগ নাম্বারঃ-  ০১৫৫৮৯২১০০৭

Comments