শীত পড়তে শুরু করেছে। বাতাসে বাড়ছে ধূলাবালি, প্রকৃতি রুক্ষ হয়ে উঠেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ত্বকের রুক্ষতা। এইসময় ত্বকের দরকার একটু বাড়তি যত্ন। বাড়তি যত্নে প্রয়োজন ভিন্ন ভিন্ন উপাদান। তবে ত্বকের যত্নের উপাদানগুলো প্রাকৃতিক হওয়াই উত্তম। এক্ষেত্রে হলুদের জুড়ি নেই।
বিশেষজ্ঞদের মতে, অস্টিওআর্থ্রাইটিস, আলসারেটিভ কোলাইটিস, সোরিয়াসিস, ডিমেনশিয়া, পারকিনসনস, আলঝেইমার্স ডিজিজ এমনকি ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও হলুদ খুবই কার্যকরি। দিনে অন্তত ৪০০-৬০০ মিলিগ্রাম হলুদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন জেনে নেয়া যাক হলুদ দিয়ে কী করে এই শীতে ত্বকের যত্ন নিতে হবে।
হলুদ-চন্দন প্যাক-
একটি পাত্রে দুই চামচ চন্দনের গুঁড়া, দুই চামচ লেবুর রস আর সামান্য হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। এই প্যাক মুখে ২০ মিনিট রাখলে ত্বকে বাড়তি উজ্জ্বলতা আসবে। তবে এ ধরনের প্যাক বানিয়ে ফ্রিজে না রেখে,ব্যবহারের আগে তৈরি করে নিতে হবে ।
চালের গুঁড়া-হলুদ প্যাক-
২ চামচ টক দই, ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ চালের গুঁড়া, ১ চামচ মধু ভাল করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি মুখে, হাতে-পায়ে অন্তত ২০ মিনিট রেখে তার পর ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতিতে হলুদের ব্যবহার ত্বকের মলিনতা ও চোখের নিচের কালচে ভাব দূর করতে সাহায্য করবে।
Search
Popular Posts





