ফাইভজিকে বিস্তৃত করবে সিক্সজি

Commenti · 514 Visualizzazioni

সাধারণ মানুষের কাছে নির্ধারিত সময়ে ৬ষ্ঠ প্রজন্মের ইন্টারনেট তথা সিক্সজি প্রযুক্তি পৌঁছে দিতে গ্রিসের এক বিজ্ঞানীকে ২ মিলিয়ন ডলারের ফান্ড দেওয়া হয়েছে।

ড. মিকালেস ম্যাথু কুইন্স ইউনিভার্সিটির কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং ও সিগন্যাল প্রসেসিং বিভাগের চেয়ারম্যান তিনি ও তার দলের সদস্যরা নর্দান আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটিতে ওয়্যারলেস ব্রডব্র্যান্ডের উন্নয়নে কাজ করছেন। গত বছর তার দল ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল কনসোলিডেটর অনুদান লাভ করে। তার গবেষণা প্রকল্পের কাজ চলবে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত।

যদিও বলা হচ্ছে ফাইভজি থেকে সিক্সজি নেটওয়ার্কে পৌঁছাতে আরও অন্তত ৯ বছর সময় লাগবে। সাধারণত নতুন প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্ক পুরনো প্রজন্মের নেটওয়ার্ককে বিদায় করে দেয়।

তবে ফাইভজির ক্ষেত্রে এমন কিছু ঘটবে না; বরং ফাইভজির ব্যবহারকে আরও বিস্তৃত করবে সিক্সজি। এ ছাড়াও ফাইভজির অবকাঠামো ব্যবহার করেই সিক্সজি নেটওয়ার্ক চালু করা যাবে। ফলে জায়গায় জায়গায় ছোট ছোট টাওয়ার বসানোর মতো সময়সাপেক্ষ কাজ থেকে রেহাই পাওয়া যাবে। ড. ম্যাথু জানান, ইন্টারনেট-অব-থিংসের কানেকটিভিটি স্পিড বৃদ্ধি, মানুষ ও কম্পিউটারের যোগাযোগ বাড়াবে এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির উন্নয়ন ঘটাবে সিক্সজি

 

Commenti

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন