সাধারণ জ্ঞান অলিম্পিয়াড ২০২১

Комментарии · 633 Просмотры

সাধারণ জ্ঞান বিষয়টা অামাদের জন্য খুব বেশি জরুরি। তাছাড়া এ বিষয়ে অামরা খুব বে‌শি গুরুত্ব না দেয়ায় সাধা‌রণজ্ঞা

সাধারণ জ্ঞান বিষয়টা অামাদের জন্য খুব বেশি জরুরি। তাছাড়া এ বিষয়ে অামরা খুব বে‌শি গুরুত্ব না দেয়ায় সাধা‌রণজ্ঞা‌নে ধু‌লোর স্তরও পুরু হ‌তে থা‌কে। তবুও আমরা এ‌কে অ‌নেকটা আড়ালে রে‌খে দেই। কিন্তু কেমন হয়, য‌দি এই ব্যাপারগু‌লো গু‌ছি‌য়ে এ‌নে একটা প্ল্যাটফ‌র্মে নিয়ে অাসা যায় ?
বাংলা‌দে‌শে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ জ্ঞান অলিম্পিয়াড ২০২১। "নিজের মূল্যায়ন নিজেই করি" এই স্লোগানে বাংলাদেশ সাধারণ জ্ঞান অলিম্পিয়াড ২০২১ কমিটি আয়োজন করছে সাধারণ জ্ঞান অলিম্পিয়াড ২০২১।

সাধারণ জ্ঞা‌নের খু‌ঁটিনা‌টি বিষয়গু‌লো‌কে নি‌য়ে আয়োজন করা যায় একটা চমৎকার প্র‌তি‌যোগীতার। সাধারণ জ্ঞানের ভয় দূর করার লক্ষ্যে এবং নতুন কিছু জানার আগ্রহ তৈরী করতে এই আয়োজন। তাহলে আর দেরী না ক‌রে দ্রুত যুক্ত হও আমাদের সা‌থে। আর অবশ্যই নি‌জে জা‌নো,জা‌নি‌য়ে দাও পু‌রো পৃ‌থিবী‌কে।

চলো জেনে নেয়া যাক আয়োজন সম্পর্কে বিস্তারিতঃ

● অলম্পিয়াড রেজিষ্ট্রেশনঃ

বাংলাদেশে বসবাসরত যেকোনো শিক্ষার্থী অনলাইনে রেজিষ্ট্রেশন করেই অংশগ্রহণ করতে পারবে অলম্পিয়াডে।
রেজিষ্ট্রেশন ফি মাত্র ৫১ টাকা ০১৩০৮৭৮১৮১১ (বিকাশ পার্সনাল) নাম্বারে সেন্ড মানি করতে হবে এবং তারপর গুগল ফর্ম পূরণ করে রেজিষ্ট্রেশন নিশ্চিত করতে হবে।
০৫ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত চলবে অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশন।

রেজিষ্ট্রেশন লিংকঃ https://forms.gle/1BbuNsad84uJRZCG9

● পরীক্ষাঃ

০৭ ফেব্রুয়ারি ২০২১ (রাত ৯টা) গুগল ফর্মে অনুষ্ঠিত হবে পরীক্ষা।

● ক্যাটাগরি

☀️ উন্মুক্ত।

● প্রশ্নের ধরণ (বহুনির্বাচনী)

☀️ মুক্তিযুদ্ধ বিষয়াবলীঃ ১০
☀️বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়াবলীঃ ১০
☀️ তথ্যপ্রযুক্তি বিষয়াবলীঃ ১০
☀️ অান্তর্জাতিক বিষয়াবলীঃ ১০
☀️ সাম্প্রতিক বিষয়াবলীঃ ১০

মোট ৫০ নাম্বারের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

● অলম্পিয়াডে বিজয়ীদের জন্য পুরষ্কারঃ
মোট ১০ জনকে পুরষ্কার দেওয়া হবে।
?: ১টি স্মার্টফোন+ সার্টিফিকেট ।
?: ১টি ডিনারসেট+ সার্টিফিকেট।
?: ১টি মাইক্রোফোন+সার্টিফিকেট।
৪র্থঃ ১টি পানির ফিল্টার+ সার্টিফিকেট।
৫মঃ ১টি দেয়াল ঘড়ি+ সার্টিফিকেট।
৬ষ্ঠ-১০মঃ মূল্যবান বই+ সার্টিফিকেট।

যোগাযোগঃ
ফেসবুক গ্রুপঃ
https://www.facebook.com/groups/448630636513508/?ref=share

E-mail:
tdbforg@gmail.com

https://fb.me/e/1OHT3VBBS

Комментарии

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন