বাংলাদেশের হার ?

Commenti · 659 Visualizzazioni

বাংলাদেশের হার ?

সিরিজের প্রথম টেস্ট ১৫১ রানে জিতেছে জিম্বাবুয়ে। পাঁচ বছর পর জিম্বাবুয়ে কোনো টেস্ট ম্যাচ জিতল। আর দেশের বাইরে টেস্ট জিতল ১৭ বছর পর! দেশের বাইরে তাদের সবশেষ জয়টাও ছিল বাংলাদেশের বিপক্ষেই, ২০০১ সালে চট্টগ্রামে।

সব মিলিয়ে দেশের বাইরে এটি জিম্বাবুয়ের মাত্র তৃতীয় জয়। অন্য জয়টা ১৯৯৮ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে।

সিলেটে জিততে হলে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। মাহমুদউল্লাহর দল যেতে পারেনি ধারেকাছেও। ৩২১ রান তাড়ায় চতুর্থ দিনের এক সেশন বাকি থাকতেই অলআউট হয়েছে ১৬৯ রানে।

টেস্টে এ নিয়ে টানা আট ইনিংসে দুইশর নিচে গুটিয়ে গেল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও টেস্টের শুরুটা হলো বিব্রতকর এক হার দিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

 

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৮২ ও ২য় ইনিংস: ১৮১

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৩ ও ২য় ইনিংস: (লক্ষ্য ৩২১) ১৬৯

ফল: জিম্বাবুয়ে ১৫১ রানে জয়ী

সিরিজ: দুই ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে এগিয়ে

ম্যান অব দ্য ম্যাচ: শন উইলিয়ামস।

Commenti

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন