একটি সত্যিকারের ভূতের গল্প যা আমার নিজের সাথে ঘটেছে।

Comments · 1585 Views

একটি সত্যিকারের ভূতের গল্প যা আমার নিজের সাথে ঘটেছে।আমাদের বাড়ী চট্টগ্রামের মিরসরাই এর সাহেরখালী গ্রামে । আ

আমাদের বাড়ী চট্টগ্রামের মিরসরাই এর সাহেরখালী গ্রামে । আমি আমার সাথে ঘটার আগে আমি কখনো বিশ্বাস করতাম না এই আধুনিক বিশ্বে ভূত কিংবা অন্য কিছু আছে, কিন্তু যখন আমার সাথে ঘটেছে তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম আসলে ভূত নামক কিছু আছে আমাদের চারপাশে । আর বেশি না বাড়িয়ে চলুন আমার সাথে কি ঘটেছিল সেদিন পড়ুন বিস্তারিতঃ-

 রাত তখন প্রায় ১টা আমি প্রতিদিনের মত সেদিন ও একা বেড়মিল্টন খেলে বাসাই পিরছিলাম , আমার বাসাই আসতে রাস্তার পাশে অনেক বড় একটা কব্রেরস্থান আছে আমি কবরের পাশ দিয়ে আস্তেছিলাম হাঁটতে হাঁটতে প্রায় শেষের দিকে আমি একটা ছোট গাছের পাতা ছিড়ে ফেলি ঠিক তখনই ঘটে আমার সাথে সেই ভয়ক্ক্র আচারণ রিতিমত আবাক হইয়ে যায় আমি, আগ বাড়িয়ে হাঁটতে পারছিলাম না আমি, যেন চোখের চার পাশ অন্ধকার হয়ে গেল একনিমিষে কান দিয়ে গরম ভাব বের হতে লাগলো এই কেমন শব্দ , গাছের পাতা টা ছিড়ার সাথে সাথে কবরস্থানের মধ্য থেকে ভয়ক্ক্র তিনটা ড়াক আসে আমার কানে, কি দিল এই ড়াক ? আগেত কখনো হইনি এমন আজ বা কেন হলো যখন চিন্তা করতেছিলাম তখন তখন ভীত্র টা বলে উঠলো তুই ভুল করেছিস রাতের ভ্যালাই তুই যিকিররত গাছের পাতা ছিড়ে ভূল করেছিস আজ তোকে এলাট দিলাম আজ তোকে ক্ষমা করে দিলাম নেষ্ট থেকে আর যেন এমন না হয়।। 

আর সেদিন থেকে আমি বুজতে পেরেছিলাম রাতের ভেলাই কোন গাছের পাতা ছিড়া বা বিনা প্র্যজনে গাছ কাটা যাবে না তারা আল্লাহর যিকির করে।। আর এইটা পাপ।  আর আমি বিশ্বাস করতে লাগলাম এই বিশ্বে আমাদের চারপাশে অনেক কিছু আছে যা আমরা দেখতে পায় না।।

 

Comments
Muhammad Rakibul Islam 7 yrs

ভালো লাগলো আর্টিকেলটা পড়ে।

 
 

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন