কিয়ামত কি খুব নিকটে?

দশম জিনিসটা তুলে নেওয়ার পর ঈসরাফিল (আঃ) সিঙ্গায় ফুঁ দিবেন এবং কেয়ামত আরম্ভ হবে

হযরত জিবরাঈল (আঃ) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর (সাঃ) এর দরবারে এসেছিলেন এক সাক্ষাতে। হুজুর (সাঃ) জিবরাঈল (আঃ) কে জিঙ্গাসা করেছিলেন, হে জিবরাঈল ! আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে? তিনি বললেন, ১০ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুলে নেব। দশম জিনিসটা তুলে নেওয়ার পর ঈসরাফিল (আঃ) সিঙ্গায় ফুঁ দিবেন এবং কেয়ামত আরম্ভ হবে।।

দশটি জিনিস হল:——

১। বরকত তুলে নেব।।
২। এবাদত থেকে মজা তুলে নেব।।
৩। পরস্পর মহব্বত তুলে নেব।।
৪। লজ্জা তুলে নেব।।
৫। হক বিচার তুলে নেব।।
৬। ছবর (ধর্য্য) তুলে নেব।।
৭। আলেম থেকে সত্য কথা তুলে নেব।।
((অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না))
৮। ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব।।
৯। ঈমানদার থাকবে না, ঈমান উঠে যাবে।।
১০। ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নেব।।

((অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেব))

আফসোস আমাদের সমাজে সর্বশেষ ৯ ও ১০
নাম্বারটি বাকী রয়েছে, যেদিন এদুটি উঠে যাবে
সেদিনই হবে শেষ সময়।।

হে ভাই/বোন তুমি ভয় কর সেদিনকে, যেদিন কেও কাওকে সাহায্য করবে না। বিধায় এখন হতে তাওবা করে নবরুপে নিজের জীবনকে ইসলামের রঙে রাঙিয়ে নাও এবং অপরকেও একই পরামর্শ দাও তাহলেই শান্তি থাকবে সবার ঘরে।।

التعليقات
ابراهيم بن موسي 7 سنوات

Yea Allah

 
 
Md Miah 7 سنوات

😰😰

 
 

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন