কম্পিউটার হলো এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটারের রয়েছে তথ্য গ্রহণ, তথ্য সংরক্ষণ ও বিশ্লেষনের ক্ষমতা। কম্পিউটার নিজে কাজ করতে পারে না, মানুষের তৈরি করা নির্দেশ অনুসারে কাজ করতে পারে। একসময় কম্পিউটার ছিল শুধুমাত্র গণনার যন্ত্র। এখন তা হাজার কাজে পারদর্শী। গাণিতিক হিসাব তৈরিতেও কম্পিউটার অনেক অবদান রেখেছে। লেখাপড়ার কাজে কম্পিউটারের অবদান অপরিসীম। নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সারা পৃথিবীকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠানো যায় ই-মেইল ও তথ্য। টাইপ ও ছাপা, ছবি দেখা ও গান শোনা, বিভিন্ন ধরণের কাজের নিয়ন্ত্রণ, কারখানার উৎপাদন নিয়ন্ত্রণ, মহাকাশযান নিয়ন্ত্রণ, ট্রাফিক সংকেত নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজে কম্পিউটার অনেক অবদান রেখে চলেছে। কম্পিউটার হচ্ছে একেবারে অবাক করা আধুনিক যন্ত্র।
Search
Popular Posts





